Tanvir
Favoured Frenzy
তুমি যে জীবন আমার,
তুমি তা বুঝতে পারোনি,
আমি থাকবো তোমার,
চির জীবন তোমারই।
তোমার মনে যদি যায়গা দাও,
ভালবাসায় ভরে দেব,
যতন করে রাখবো তোমায়,
যাবনা ছেড়ে কখনো।
চিরদিন তোমারই থাকবো,
যদি হাত দুটি ধরো,
কাছে এসে ভালোবাসতে পারো,
দু’চোখের স্বপ্ন হয়ে থাকবো ।
সুখে দুঃখে সাথী হয়ে,
থাকব সারা জীবন পাশে,
মরণ ও যদি আসে,
ছেড়ে যাবনা কখনো।
তুমি তা বুঝতে পারোনি,
আমি থাকবো তোমার,
চির জীবন তোমারই।
তোমার মনে যদি যায়গা দাও,
ভালবাসায় ভরে দেব,
যতন করে রাখবো তোমায়,
যাবনা ছেড়ে কখনো।
চিরদিন তোমারই থাকবো,
যদি হাত দুটি ধরো,
কাছে এসে ভালোবাসতে পারো,
দু’চোখের স্বপ্ন হয়ে থাকবো ।
সুখে দুঃখে সাথী হয়ে,
থাকব সারা জীবন পাশে,
মরণ ও যদি আসে,
ছেড়ে যাবনা কখনো।