***** তুমি নিলে *****
তুমি নিলে চাঁদের আলো
আমার অমাবস্যা,
আমার এ মন মেঘে ছাওয়া
তোমারি মন ভরসা i
আঁচল ভরে বকুল নিলে
আমি পেলাম কান্না,
তোমার প্রেমে সিক্ত হলো
সবুজ মনের পান্না i
জোছনা দিলো দীপ্তি তোমায়
বকুল দিল গন্ধ,
তোমার চলা মিল খুঁজে পায়
ময়ুর চলার ছন্দ i
তোমার ঠোঁটের মিষ্টি হাসি
রাত্রি শেষের ঊষার আলো,
আমার মনের ফাগুন নিয়ে
তোমার প্রেমের প্রদীপ জ্বালো i.........
তুমি নিলে চাঁদের আলো
আমার অমাবস্যা,
আমার এ মন মেঘে ছাওয়া
তোমারি মন ভরসা i
আঁচল ভরে বকুল নিলে
আমি পেলাম কান্না,
তোমার প্রেমে সিক্ত হলো
সবুজ মনের পান্না i
জোছনা দিলো দীপ্তি তোমায়
বকুল দিল গন্ধ,
তোমার চলা মিল খুঁজে পায়
ময়ুর চলার ছন্দ i
তোমার ঠোঁটের মিষ্টি হাসি
রাত্রি শেষের ঊষার আলো,
আমার মনের ফাগুন নিয়ে
তোমার প্রেমের প্রদীপ জ্বালো i.........