Tanvir
Favoured Frenzy
তুমি আমি এক সাথে,
বসে আছি নিরালাই,
হারিয়ে যাবো প্রেমের ভূবোনে,
তুমি আমার, আমি তোমার।
নদী সাগর মিলন হয়, যেমন মোহনায়,
তোমার আমার মিলন হবে, মধু চন্দ্রিমায়।
তুমি আছো, আমি আছি,
কত যে কাছাকাছি,
ভালোবাসার দুনিয়াতে,
তুমি আমি চির সাথী।
ভালো লাগে রাত,
দূর আকাশের চাঁদ,
জোসনার আলোর মতো তুমি,
সাথে থেকো আমার।
গাহি প্রেমের গান
তুমি কি হবে আমার,
রবে কি আমার সাথে,
সারা জীবন ভর।
তোমাকে কে যদি না পাই আমি,
এ জীবন আমার হবে বৃথা,
তুমি আমার জীবনের,
প্রথম ভালোবাসা।
বসে আছি নিরালাই,
হারিয়ে যাবো প্রেমের ভূবোনে,
তুমি আমার, আমি তোমার।
নদী সাগর মিলন হয়, যেমন মোহনায়,
তোমার আমার মিলন হবে, মধু চন্দ্রিমায়।
তুমি আছো, আমি আছি,
কত যে কাছাকাছি,
ভালোবাসার দুনিয়াতে,
তুমি আমি চির সাথী।
ভালো লাগে রাত,
দূর আকাশের চাঁদ,
জোসনার আলোর মতো তুমি,
সাথে থেকো আমার।
গাহি প্রেমের গান
তুমি কি হবে আমার,
রবে কি আমার সাথে,
সারা জীবন ভর।
তোমাকে কে যদি না পাই আমি,
এ জীবন আমার হবে বৃথা,
তুমি আমার জীবনের,
প্রথম ভালোবাসা।
Last edited: