• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

তুমি আমার কছে

Bose Arun

Favoured Frenzy
****তুমি আমার কাছে******

পরন্ত বিকেলে এসে দাঁড়িয়েছে
আমার মন,
কিন্তু তুমিতো আমার
বিকেলে ভোরের ফুল ।
হলুদ বিকেল থেকে ধীরে ধীরে
সন্ধ্যা বেলায় ষখন
সাঁঝ বাতিরা জ্বলে ওঠে,
তখন তোমার মনের
রূপ কথারা ফিরে আসে
আমার মনে বারে বারে ।
যখন প্রথম ঊষার আলো
রাঙিয়ে দেয় আমার মন,
তখন তুমিতো আমার কাছে
সন্ধ্যা বেলার জূঁই ফোটার সপন ।
জল ভরা মেঘে ঢেকে যায়
আমার মনের আকাশ,
তখন তুমিতো নুপুর পায় বৃষ্টি হয়ে
খুলে দাও আমার মনের জানলা,
যেখানে দেখি তোমার বৃষ্টি ভেজা মুখ ।
এখন তুমি আমার কাছে
বৃষ্টি ভেজা তুমি……………
 
****তুমি আমার কাছে******

পরন্ত বিকেলে এসে দাঁড়িয়েছে
আমার মন,
কিন্তু তুমিতো আমার
বিকেলে ভোরের ফুল ।
হলুদ বিকেল থেকে ধীরে ধীরে
সন্ধ্যা বেলায় ষখন
সাঁঝ বাতিরা জ্বলে ওঠে,
তখন তোমার মনের
রূপ কথারা ফিরে আসে
আমার মনে বারে বারে ।
যখন প্রথম ঊষার আলো
রাঙিয়ে দেয় আমার মন,
তখন তুমিতো আমার কাছে
সন্ধ্যা বেলার জূঁই ফোটার সপন ।
জল ভরা মেঘে ঢেকে যায়
আমার মনের আকাশ,
তখন তুমিতো নুপুর পায় বৃষ্টি হয়ে
খুলে দাও আমার মনের জানলা,
যেখানে দেখি তোমার বৃষ্টি ভেজা মুখ ।
এখন তুমি আমার কাছে
বৃষ্টি ভেজা তুমি……………
:clapping:
 
Top