**** তুই ****
তোকে নিয়ে গল্প আমি লিখবো নাকি?
তোর মনের স্বপ্ন গুলো আঁকবো নাকি?
যখন তুই বসে পরিস আমার পাশে,
আমার মনের খুশী গুলো ওঠে হেসে।
তোর ছোঁয়া মনের মাঝে স্বপ্ন দেখা,
চাঁদের বুকে আমার প্রমের পত্র লেখা।
তোর কথাতেই রোজ সকালে সূর্য ওঠে,
তোকে দেখে গাছের শাখায় ফুল ফোটে।
পদ্ম রাঙা টসটসে তোর ঠোঁট দুটি,
ইচ্ছে করে মধুপ হয়ে মধু লুটি।
তুই তো আমার মনের মাঝের ইচ্ছে হলি,
তোরই সাথে স্বপ্নে আমি কথা বলি।******
তোকে নিয়ে গল্প আমি লিখবো নাকি?
তোর মনের স্বপ্ন গুলো আঁকবো নাকি?
যখন তুই বসে পরিস আমার পাশে,
আমার মনের খুশী গুলো ওঠে হেসে।
তোর ছোঁয়া মনের মাঝে স্বপ্ন দেখা,
চাঁদের বুকে আমার প্রমের পত্র লেখা।
তোর কথাতেই রোজ সকালে সূর্য ওঠে,
তোকে দেখে গাছের শাখায় ফুল ফোটে।
পদ্ম রাঙা টসটসে তোর ঠোঁট দুটি,
ইচ্ছে করে মধুপ হয়ে মধু লুটি।
তুই তো আমার মনের মাঝের ইচ্ছে হলি,
তোরই সাথে স্বপ্নে আমি কথা বলি।******