Tanvir
Favoured Frenzy
তুই আমার ছোট্ট সোনা,
সাত রাজার ধন,
তোকে নিয়ে বাঁচবো আমি,
তুই যে আমার বেঁচে থাকার প্রাণ।
নাড়ী ছেড়া ধন তুই আমার,
তুই আমার দু’চোখের আলো,
তোর কপালে লক্ষ চুমু,
তুই আমার সুখের আলো।
তুই যে আমার চাঁদনী রাতের আলো,
তোকে ছাড়া আমার লাগে না ভালো।
তুই আমার সব সুখের স্বর্গ,
তোর হাসির মাঝে পাই, আমি শান্তির মর্ম,
তুই আমার জীবন, তুই বিহীন মরণ,
তোর পাশে থাকতে চাই আজীবন।
সাত রাজার ধন,
তোকে নিয়ে বাঁচবো আমি,
তুই যে আমার বেঁচে থাকার প্রাণ।
নাড়ী ছেড়া ধন তুই আমার,
তুই আমার দু’চোখের আলো,
তোর কপালে লক্ষ চুমু,
তুই আমার সুখের আলো।
তুই যে আমার চাঁদনী রাতের আলো,
তোকে ছাড়া আমার লাগে না ভালো।
তুই আমার সব সুখের স্বর্গ,
তোর হাসির মাঝে পাই, আমি শান্তির মর্ম,
তুই আমার জীবন, তুই বিহীন মরণ,
তোর পাশে থাকতে চাই আজীবন।