******** তিতির *********
অনেক আলোর স্বপ্ন নিয়ে
রাত্রি শেষে প্রভাত আসে,
আলোয়ে আলোয়ে পূব আকাশে
সূর্য সোনা উঠলো হেসে ।
মন উড়ে যায়ে তিতির হয়ে
দুঃসাহসের ডানা মেলে,
কবোষ্ণ মন দেবে ধরা
আকাশ ও মন কাছে এলে ।
ভ্রমর আসে ফুলের বনে
গুন গুনিয়ে আলোর টানে,
ফুলের তরী পাল তুলেছে
চলতে তিতির মনের পানে ।
স্বপ্ন মাখা মনের আকাশ
হাতটি বাড়ায়ে সাগর ছুঁতে,
মনের তিতির মেললো ডানা
হারিয়ে যেতে দূর দিগন্তে ।
******* ***************
অনেক আলোর স্বপ্ন নিয়ে
রাত্রি শেষে প্রভাত আসে,
আলোয়ে আলোয়ে পূব আকাশে
সূর্য সোনা উঠলো হেসে ।
মন উড়ে যায়ে তিতির হয়ে
দুঃসাহসের ডানা মেলে,
কবোষ্ণ মন দেবে ধরা
আকাশ ও মন কাছে এলে ।
ভ্রমর আসে ফুলের বনে
গুন গুনিয়ে আলোর টানে,
ফুলের তরী পাল তুলেছে
চলতে তিতির মনের পানে ।
স্বপ্ন মাখা মনের আকাশ
হাতটি বাড়ায়ে সাগর ছুঁতে,
মনের তিতির মেললো ডানা
হারিয়ে যেতে দূর দিগন্তে ।
******* ***************
Last edited: