Bose Arun
Favoured Frenzy
***** তাচ্ছিল্য *****
স্বপ্ন দেখেছিলাম, বুঝেছি অলিক।
জানি স্বপ্ন অলিকই হয়।
সেই স্বপ্ন কি তুমিও দেখনি?
সবই কি ছিল ভুল? কষ্ট কি শুধু
আমি পেয়েছি? তুমি পাওনি?
বুঝতে পারিনি হাসের পাখায়
যেমন জল লাগেনা, তেমনি আমার
প্রেম ছিল তোমার কাছে।
হাস যেমন পুকুর থেকে উঠে
গা ঝাড়া দিয়ে জল ঝেড়ে ফেলে,
আমি অবাক হয়ে দেখলাম
তুমিও কেমন সহজ ভাবে ঝেড়ে
ফেলে দিলে আমার প্রেম আমার
ভালোবাসা। আমার প্রেমকে
তুমি মাপতে চেয়েছিলে অক্ষাংশ
দ্রাঘিমাংশ দিয়ে, অংকের নিয়মে
বাঁধতে চেয়েছিলে আমার ভালোবাসাকে।
তুমি ভুলে গিয়েছিলে বসন্ত
আসে প্রকৃতিতে অংকের নিয়মে
কিন্তু ভালোবাসা আসে সূনামীর
মত। যেদিন তোমাকে প্রথম দেখে
ছিলাম, সে দিনই আমার প্রেম
পাড় ভাঙা বন্যার মত আছড়ে পড়েছিল
তোমার মনটাকে পাওয়ার জন্য।
ভুল করেছিলাম, বুঝিনি
পাথরের বুকে আচর কাটা যায়
না। দেখলাম তুমি শুধু একটু
তাচ্ছিল্যের হাসি হেসে আমার দিকে
তাকালে।
স্বপ্ন দেখেছিলাম, বুঝেছি অলিক।
জানি স্বপ্ন অলিকই হয়।
সেই স্বপ্ন কি তুমিও দেখনি?
সবই কি ছিল ভুল? কষ্ট কি শুধু
আমি পেয়েছি? তুমি পাওনি?
বুঝতে পারিনি হাসের পাখায়
যেমন জল লাগেনা, তেমনি আমার
প্রেম ছিল তোমার কাছে।
হাস যেমন পুকুর থেকে উঠে
গা ঝাড়া দিয়ে জল ঝেড়ে ফেলে,
আমি অবাক হয়ে দেখলাম
তুমিও কেমন সহজ ভাবে ঝেড়ে
ফেলে দিলে আমার প্রেম আমার
ভালোবাসা। আমার প্রেমকে
তুমি মাপতে চেয়েছিলে অক্ষাংশ
দ্রাঘিমাংশ দিয়ে, অংকের নিয়মে
বাঁধতে চেয়েছিলে আমার ভালোবাসাকে।
তুমি ভুলে গিয়েছিলে বসন্ত
আসে প্রকৃতিতে অংকের নিয়মে
কিন্তু ভালোবাসা আসে সূনামীর
মত। যেদিন তোমাকে প্রথম দেখে
ছিলাম, সে দিনই আমার প্রেম
পাড় ভাঙা বন্যার মত আছড়ে পড়েছিল
তোমার মনটাকে পাওয়ার জন্য।
ভুল করেছিলাম, বুঝিনি
পাথরের বুকে আচর কাটা যায়
না। দেখলাম তুমি শুধু একটু
তাচ্ছিল্যের হাসি হেসে আমার দিকে
তাকালে।