ASH 1
Wellknown Ace
সন্ধ্যেবেলা কুয়াশায় মোড়া বিদ্যুৎহীন গ্রাম আলোকিত হল লরির হেড লাইটের জোড়ালো আলোতে। একটা লরি এসে দাঁড়ালো প্ৰতিমা বৌদিদের বাড়ির সামনে। গ্রামের লোক এসে ভিড় জমালো সেখানে। মালতিও ছুটতে ছুটতে এলো। রুদ্রদা এসেছে। তবে জীবিত নয়, মৃত। তিন ভাঁজে ভাঁজ করা প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে দেহটা, যাতে পচা গন্ধ না ছড়ায়। তবুও প্লাস্টিকের মোড়ক ভেদ করে পচা গন্ধ আর সঙ্গে ধুপকাঠির উগ্র গন্ধ মিলে মিশে সারা গ্রামের সঙ্গে সঙ্গে মালতির মনটাও ভারী করে তুলল।
সঙ্গে আসা পুলিশ কর্মীটি জানালো, গতকাল দুপুরে কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে রুদ্রর মৃত্যু হয়েছে। প্রথমে ওর পরিচয় জানা যাচ্ছিল না, পরে পরিচয় জানতে পেরে পরিজনদের কাছে দেহ নিয়ে আসা হয়েছে।
মালতি বিস্ময়ে বাক রুদ্ধ হয়ে গেল। “এ কি করে সম্ভব? আজ দুপুরে যে, সে নিজের চোখে পুকুরঘাটে রুদ্রকে দেখেছে! তবে?
আগের পর্বটি আমার প্রোফাইলে গিয়ে পরতে পারেন। ধন্যবাদ
সঙ্গে আসা পুলিশ কর্মীটি জানালো, গতকাল দুপুরে কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে রুদ্রর মৃত্যু হয়েছে। প্রথমে ওর পরিচয় জানা যাচ্ছিল না, পরে পরিচয় জানতে পেরে পরিজনদের কাছে দেহ নিয়ে আসা হয়েছে।
মালতি বিস্ময়ে বাক রুদ্ধ হয়ে গেল। “এ কি করে সম্ভব? আজ দুপুরে যে, সে নিজের চোখে পুকুরঘাটে রুদ্রকে দেখেছে! তবে?
আগের পর্বটি আমার প্রোফাইলে গিয়ে পরতে পারেন। ধন্যবাদ