***** ডুরে শাড়ি******
এবার পুজোয় কি নিবি বল
নাকছাবি না ঝুমকো দুল ?
এখন আমি কি দি তোকে
শিশির ভেজা শিউলি ফুল ?
নীল আকাশে শারদ মেঘে
তোর নামটা লিখি হংস পাখায় ,
পাছা পেরে ডুরে শাড়ি
তোর শরীরে বেশ মানায় ।
যখন তুই ছুটে বেড়াস
কাশ ফুলের ওই বনটাতে ,
পথের পাচালীর দূর্গা হয়ে
থেকে যাস আমার মনটাতে ।
তুই যে আমার নীল আকাশ
শিউলি ফোটা সকাল বেলা,
সবুজ বনের ফুলের মেলা
সাগর বুকের ঢেউয়ের দোলা ।
এবার পুজোয় দেবো তোকে
শিউলি ফুলের নাকছাবি ,
পাছা পেরে ডুরে শাড়ি
আর আমার মনের জল ছবি ...
এবার পুজোয় কি নিবি বল
নাকছাবি না ঝুমকো দুল ?
এখন আমি কি দি তোকে
শিশির ভেজা শিউলি ফুল ?
নীল আকাশে শারদ মেঘে
তোর নামটা লিখি হংস পাখায় ,
পাছা পেরে ডুরে শাড়ি
তোর শরীরে বেশ মানায় ।
যখন তুই ছুটে বেড়াস
কাশ ফুলের ওই বনটাতে ,
পথের পাচালীর দূর্গা হয়ে
থেকে যাস আমার মনটাতে ।
তুই যে আমার নীল আকাশ
শিউলি ফোটা সকাল বেলা,
সবুজ বনের ফুলের মেলা
সাগর বুকের ঢেউয়ের দোলা ।
এবার পুজোয় দেবো তোকে
শিউলি ফুলের নাকছাবি ,
পাছা পেরে ডুরে শাড়ি
আর আমার মনের জল ছবি ...