• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ডায়েরির পাতার টানে দ্বিতীয় পর্ব - ২

Nilabha

Wellknown Ace
20th May, 1734
আজ সকাল থেকেই আমরা আমাদের খোঁজ শুরু করেছিলাম কিন্তু প্রথম দিনেই আমাদের যা অভিজ্ঞতা হলো তাতে আমরা এটুকু বুঝে গেছি এরপর থেকে আমাদের আরো অনেক বেশি সাবধান ও সতর্ক থাকতে হবে। সকাল তখন সাড়ে দশটা কি এগারোটা, আমরা জঙ্গলের বেশ গভীরে গিয়ে খোঁজাখুঁজি করছিলাম, সেই অঞ্চলের অন্যান্য উদ্ভিদগুলোকে দেখে মনে হচ্ছিল যে সেখানে সেই ফুলের উপস্থিতি থাকার সম্ভাবনা প্রবল। অতিরিক্ত উত্তেজনার ফলে আমরা অত্যন্ত অসতর্ক হয়ে পড়েছিলাম। তার ফলেই ঘটলো বিপদ। একটা জাগুয়ার আমাদের কাছাকাছিই ছিলো আর আমাদের ওপর লক্ষ্য রাখছিলো। কিন্তু আমরা তার উপস্থিতির টের পাইনি। হটাৎ অতর্কিতে সে ডানকানের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ডানকান শেষ মুহূর্তে জাগুয়ারটাকে দেখতে পেয়ে ঝোপঝাড় কাটার দা টা চালিয়ে দেয় ওটার গলা লক্ষ্য করে। দায়ের কোপ গিয়ে পরে জাগুয়ারের ডান কাঁধে আর সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে যায় ঘন জঙ্গলের মধ্যে। ঘটনার আকস্মিকতায় আমি তো বটেই সঙ্গে সঙ্গে ডানকানও এতটাই বিস্মিত যে নিস্পলক ও নির্বাক হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে সবাই আজকের মত কাজ শেষ করে টেন্টে ফিরে এলাম। আমাদের সাথে তিনমাসের খাবার আর অস্ত্রশস্ত্র হিসেবে কয়েকটা ঝোপ কাটার দা আর একটা গান আছে। সেটার কাল থেকে ব্যবহার করতে হবে দেখছি।
( বাকি অংশ পরবর্তী পর্বে... )
 
20th May, 1734
আজ সকাল থেকেই আমরা আমাদের খোঁজ শুরু করেছিলাম কিন্তু প্রথম দিনেই আমাদের যা অভিজ্ঞতা হলো তাতে আমরা এটুকু বুঝে গেছি এরপর থেকে আমাদের আরো অনেক বেশি সাবধান ও সতর্ক থাকতে হবে। সকাল তখন সাড়ে দশটা কি এগারোটা, আমরা জঙ্গলের বেশ গভীরে গিয়ে খোঁজাখুঁজি করছিলাম, সেই অঞ্চলের অন্যান্য উদ্ভিদগুলোকে দেখে মনে হচ্ছিল যে সেখানে সেই ফুলের উপস্থিতি থাকার সম্ভাবনা প্রবল। অতিরিক্ত উত্তেজনার ফলে আমরা অত্যন্ত অসতর্ক হয়ে পড়েছিলাম। তার ফলেই ঘটলো বিপদ। একটা জাগুয়ার আমাদের কাছাকাছিই ছিলো আর আমাদের ওপর লক্ষ্য রাখছিলো। কিন্তু আমরা তার উপস্থিতির টের পাইনি। হটাৎ অতর্কিতে সে ডানকানের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ডানকান শেষ মুহূর্তে জাগুয়ারটাকে দেখতে পেয়ে ঝোপঝাড় কাটার দা টা চালিয়ে দেয় ওটার গলা লক্ষ্য করে। দায়ের কোপ গিয়ে পরে জাগুয়ারের ডান কাঁধে আর সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে যায় ঘন জঙ্গলের মধ্যে। ঘটনার আকস্মিকতায় আমি তো বটেই সঙ্গে সঙ্গে ডানকানও এতটাই বিস্মিত যে নিস্পলক ও নির্বাক হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে সবাই আজকের মত কাজ শেষ করে টেন্টে ফিরে এলাম। আমাদের সাথে তিনমাসের খাবার আর অস্ত্রশস্ত্র হিসেবে কয়েকটা ঝোপ কাটার দা আর একটা গান আছে। সেটার কাল থেকে ব্যবহার করতে হবে দেখছি।
( বাকি অংশ পরবর্তী পর্বে... )
sundor gotite eguchhe golpota ...
 
Top