Bose Arun
Favoured Frenzy
*** ডাকতে দাও ***
মন উড়ে যায় বকের পাখায়
নীল আকাশের গায়,
আমায় ডাকতে দাও
তোমায় ডাকতে দাও।
বাতাস ছোটে তোমায় ছুঁয়ে
ফুলের বাগিচায়,
লাল গোলাপের মনটা যেন
পলাশ ছুঁতে চায়।
মনের মাঝে মনটা রেখো
দু চোখ মেলে আমায় দেখো,
তোমার মনের হংস পাখা
ভালোবেসে পথ হারায়।
আকাশ এসে দিলো ধরা
তোমার দুটি চোখের তারায়,
বিজলী এসে ঝিলিক তোলে
তোমার নাকছাবিটায়।
আমায় ডাকতে দাও
তোমায় ডাকতে দাও.....
মন উড়ে যায় বকের পাখায়
নীল আকাশের গায়,
আমায় ডাকতে দাও
তোমায় ডাকতে দাও।
বাতাস ছোটে তোমায় ছুঁয়ে
ফুলের বাগিচায়,
লাল গোলাপের মনটা যেন
পলাশ ছুঁতে চায়।
মনের মাঝে মনটা রেখো
দু চোখ মেলে আমায় দেখো,
তোমার মনের হংস পাখা
ভালোবেসে পথ হারায়।
আকাশ এসে দিলো ধরা
তোমার দুটি চোখের তারায়,
বিজলী এসে ঝিলিক তোলে
তোমার নাকছাবিটায়।
আমায় ডাকতে দাও
তোমায় ডাকতে দাও.....