Tanvir
Favoured Frenzy
টুপটাপ বৃষ্টির মধুর ধ্বনিতে,
দোলা দিয়ে যায় মনেতে,
আহা কি শান্তি এই বৃষ্টিতে,
মন চাই বৃষ্টিতে ভিজতে।
ঝিরি ঝিরি বৃষ্টিতে,
মনের আবেগ ভাসাতে,
মন চাই শুধু ভালোবাসতে,
রিমঝিম এই বৃষ্টিতে।
ঝরে গেলে পাতা গাছের হারানো স্বপ্ন,
বৃষ্টির মাঝে আঁধারে মিশে হাসির রূপ।
মনের মধ্যে উত্সাহের জ্বালা,
ঝরে না বৃষ্টি, বাধা দেয় না হারিয়ে গিয়ে অপেক্ষা।
ঝিরি ঝিরি বৃষ্টিতে পুনঃসৃষ্টি পায়,
সবুজের পাতা, মেঘের ছায়া।
মন ভরে যায় উত্সাহের সমুদ্রে,
ঝরে গেলে আসে নতুন প্রহরের সুরে।
দোলা দিয়ে যায় মনেতে,
আহা কি শান্তি এই বৃষ্টিতে,
মন চাই বৃষ্টিতে ভিজতে।
ঝিরি ঝিরি বৃষ্টিতে,
মনের আবেগ ভাসাতে,
মন চাই শুধু ভালোবাসতে,
রিমঝিম এই বৃষ্টিতে।
ঝরে গেলে পাতা গাছের হারানো স্বপ্ন,
বৃষ্টির মাঝে আঁধারে মিশে হাসির রূপ।
মনের মধ্যে উত্সাহের জ্বালা,
ঝরে না বৃষ্টি, বাধা দেয় না হারিয়ে গিয়ে অপেক্ষা।
ঝিরি ঝিরি বৃষ্টিতে পুনঃসৃষ্টি পায়,
সবুজের পাতা, মেঘের ছায়া।
মন ভরে যায় উত্সাহের সমুদ্রে,
ঝরে গেলে আসে নতুন প্রহরের সুরে।