• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ঝড়

Bose Arun

Favoured Frenzy
********** ঝড় *******
যেও না বাইরে
আকাশ হয়েছে লাল
প্রকৃতি থম থমে,
মনে হয় ঝড় হতে পারে i
এখুনি আকাশ চিরে
বিদ্যুত ঝলকাবে,
মত্ত হাতির মত
বাতাস দৌড়োবে ,
গাছ পালা ছিড়ে খুরে i
থাকো ঘরে
মনে হয় ঝড় হতে পারে i
যদি কখনো ওঠে ঝড়
মনের আকাশে,
ডেকে নিও বৃষ্টিকে
তোমার দু চোখে i
ধুয়ে যাবে গ্লানি
মুছে যাবে অন্ধকার,
আলো ফুটবে ,
মনে হয় এখুনি সূর্য উঠবে i
 
Top