Bose Arun
Favoured Frenzy
********** ঝড় *******
যেও না বাইরে
আকাশ হয়েছে লাল
প্রকৃতি থম থমে,
মনে হয় ঝড় হতে পারে i
এখুনি আকাশ চিরে
বিদ্যুত ঝলকাবে,
মত্ত হাতির মত
বাতাস দৌড়োবে ,
গাছ পালা ছিড়ে খুরে i
থাকো ঘরে
মনে হয় ঝড় হতে পারে i
যদি কখনো ওঠে ঝড়
মনের আকাশে,
ডেকে নিও বৃষ্টিকে
তোমার দু চোখে i
ধুয়ে যাবে গ্লানি
মুছে যাবে অন্ধকার,
আলো ফুটবে ,
মনে হয় এখুনি সূর্য উঠবে i
যেও না বাইরে
আকাশ হয়েছে লাল
প্রকৃতি থম থমে,
মনে হয় ঝড় হতে পারে i
এখুনি আকাশ চিরে
বিদ্যুত ঝলকাবে,
মত্ত হাতির মত
বাতাস দৌড়োবে ,
গাছ পালা ছিড়ে খুরে i
থাকো ঘরে
মনে হয় ঝড় হতে পারে i
যদি কখনো ওঠে ঝড়
মনের আকাশে,
ডেকে নিও বৃষ্টিকে
তোমার দু চোখে i
ধুয়ে যাবে গ্লানি
মুছে যাবে অন্ধকার,
আলো ফুটবে ,
মনে হয় এখুনি সূর্য উঠবে i