ঝরা পাতা....
৵৵৵৵৵৵৵৵৵৵৵৵৵৵
শীতের ঝরাপাতার সনে চলে
ফাগুনের অপরূপ অনুরাগ,
কহে এ কথাটি যাই শুধু বলে
স্বপ্রেমে তব ব্যথার লিনু ভাগ।।
শীত কহে দাও গো বিদায় প্রিয়া
নব যৌবনের মধুর রঙেতে;
ভরায়ে মোর এ শুষ্ক হিয়া
কেন চাহো মোর মনটি বাঁধিতে?
বিষাদে ভরা সেই সে মুখ খানি
হেরি,ফাগুন হয় যে ব্যথাময়,
মনে মনে কহে জানি আমি জানি--
এ ব্যথা সবার সহিতে হয়।।
তবু মোরা ছুটি নবীনের পানে
পলাশের রঙে সদা রাঙাই মে মন,
ভেসে চলিগো সুখ স্বপ্নের টানে
দুলে উঠে বুঝি জাগে শিহরণ।।
শীতের ঝরা পাতার পরিনতি
আসিবে গো সকলেরই জীবনে,
বুঝিনাতো কিসের পরে কি গতি
মনটি ভরাই শুধু হাসি গানে।.........
৵৵৵৵৵৵৵৵৵৵৵৵৵৵
শীতের ঝরাপাতার সনে চলে
ফাগুনের অপরূপ অনুরাগ,
কহে এ কথাটি যাই শুধু বলে
স্বপ্রেমে তব ব্যথার লিনু ভাগ।।
শীত কহে দাও গো বিদায় প্রিয়া
নব যৌবনের মধুর রঙেতে;
ভরায়ে মোর এ শুষ্ক হিয়া
কেন চাহো মোর মনটি বাঁধিতে?
বিষাদে ভরা সেই সে মুখ খানি
হেরি,ফাগুন হয় যে ব্যথাময়,
মনে মনে কহে জানি আমি জানি--
এ ব্যথা সবার সহিতে হয়।।
তবু মোরা ছুটি নবীনের পানে
পলাশের রঙে সদা রাঙাই মে মন,
ভেসে চলিগো সুখ স্বপ্নের টানে
দুলে উঠে বুঝি জাগে শিহরণ।।
শীতের ঝরা পাতার পরিনতি
আসিবে গো সকলেরই জীবনে,
বুঝিনাতো কিসের পরে কি গতি
মনটি ভরাই শুধু হাসি গানে।.........