***জোনাকির পথ ***
ভেবেছিলাম তোকে নিয়ে যাব অনেক দূরে , সেই সেখানে যেখানে কচি কলাপাতার রঙে রঙিন গালিচা পাতা মাঠের বুকে প্রজাপতিদের
ভীড়। মনে আছে? এক দিন তুই আমাকে বলেছিলি চল না তুমি আর আমি হারিয়ে যাই রাতের অন্ধকারে যেখানে হাজার হাজার জোনাকিরা পথ দেখিয়ে আমাদের নিয়ে যাবে সবুজ গালিচা পাতা মাঠের বুকে।
যাওয়া আর হোলো কোথায়, তার আগেই তো তুই কচি কলাপাতা রঙের
বেনারসি শাড়ি পড়ে কপালে সিঁদুরের টিপ এঁকে সানাইএর মূর্ছনায় হারিয়ে গেলি আমার কাছ থেকে। পেছনে ফেলে রেখে গেলি আমায় এক রাশ অন্ধকারের মাঝে। জানিস অনেক চেষ্টা করেও আজ এত দিন ধরে একটা জোনাকির আলোও খুঁজে পাইনি সেই অন্ধকারের মাঝে।
তোর মনে আছে কি না জানি না, এক দিন সন্ধাবেলা তুই আর আমি বসেছিলাম নল বনের জলের ধারে একটা ঝোপের পাশে। তুই জলের বুকে জল মাকরসার আল্পনা দেখতে দেখতে গুন গুন করে গাইছিলি
" সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলোডোরে বাঁধা ঝুলো না..... " হটাত গান থামিয়ে আমার গাল দুটো দুহাতে ধরে আমার চোখে চোখ রেখে ফিসফিস করে বলেছিলি, তোমাকে একটা চুমু খাই? বলে আমার ঠোঁটের ওপর তোর নরম তুলতুলে ঠোঁট দুটো চেপে ধরেছিলি। আমিও থাকতে না পেরে দুহাতে জড়িয়ে ধরেছিলাম তোকে। জানিস এখনো আমি তোর ঠোঁটের স্পর্শ আর তোর নিঃশ্বাসের মিষ্টি গন্ধ হারিয়ে ফেলিনি।
আজ এত দিন পরে খুঁজে পেয়েছি সেই সবুজ কলাপাতার রঙে রঙিন গালিচা পাতা মাঠ, চারিদিকে রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে আর তোর ঠোঁটের স্পর্শ আর সুগন্ধি নিঃশ্বাসের অনুভূতি গুলো হাজার হাজার জোনাকি হয়ে আলোয় আলোয় ভরিয়ে তুলেছে আমাদের সেই মাঠ ।
তোকে আমি হারিয়ে ফেলিনি রে, পারবোও না কোন দিন .........
ভেবেছিলাম তোকে নিয়ে যাব অনেক দূরে , সেই সেখানে যেখানে কচি কলাপাতার রঙে রঙিন গালিচা পাতা মাঠের বুকে প্রজাপতিদের
ভীড়। মনে আছে? এক দিন তুই আমাকে বলেছিলি চল না তুমি আর আমি হারিয়ে যাই রাতের অন্ধকারে যেখানে হাজার হাজার জোনাকিরা পথ দেখিয়ে আমাদের নিয়ে যাবে সবুজ গালিচা পাতা মাঠের বুকে।
যাওয়া আর হোলো কোথায়, তার আগেই তো তুই কচি কলাপাতা রঙের
বেনারসি শাড়ি পড়ে কপালে সিঁদুরের টিপ এঁকে সানাইএর মূর্ছনায় হারিয়ে গেলি আমার কাছ থেকে। পেছনে ফেলে রেখে গেলি আমায় এক রাশ অন্ধকারের মাঝে। জানিস অনেক চেষ্টা করেও আজ এত দিন ধরে একটা জোনাকির আলোও খুঁজে পাইনি সেই অন্ধকারের মাঝে।
তোর মনে আছে কি না জানি না, এক দিন সন্ধাবেলা তুই আর আমি বসেছিলাম নল বনের জলের ধারে একটা ঝোপের পাশে। তুই জলের বুকে জল মাকরসার আল্পনা দেখতে দেখতে গুন গুন করে গাইছিলি
" সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলোডোরে বাঁধা ঝুলো না..... " হটাত গান থামিয়ে আমার গাল দুটো দুহাতে ধরে আমার চোখে চোখ রেখে ফিসফিস করে বলেছিলি, তোমাকে একটা চুমু খাই? বলে আমার ঠোঁটের ওপর তোর নরম তুলতুলে ঠোঁট দুটো চেপে ধরেছিলি। আমিও থাকতে না পেরে দুহাতে জড়িয়ে ধরেছিলাম তোকে। জানিস এখনো আমি তোর ঠোঁটের স্পর্শ আর তোর নিঃশ্বাসের মিষ্টি গন্ধ হারিয়ে ফেলিনি।
আজ এত দিন পরে খুঁজে পেয়েছি সেই সবুজ কলাপাতার রঙে রঙিন গালিচা পাতা মাঠ, চারিদিকে রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে আর তোর ঠোঁটের স্পর্শ আর সুগন্ধি নিঃশ্বাসের অনুভূতি গুলো হাজার হাজার জোনাকি হয়ে আলোয় আলোয় ভরিয়ে তুলেছে আমাদের সেই মাঠ ।
তোকে আমি হারিয়ে ফেলিনি রে, পারবোও না কোন দিন .........