Bose Arun
Favoured Frenzy
** জামাই ষষ্ঠী **
## ##
সন্ধ্যা হলেই শ্বশুর মশাই
বাংলা মালে ফুল গিয়ার,
জামাই বলে ষষ্ঠীর দিনে
গিয়েই চাই চিল্ড বিয়ার।
দুপুরে খাবো সপ্তব্যাঞ্জন
শাশুড়ি আমার অন্নপূর্ণা ,
এই গরমে গিফট পেয়েছি
ফুল হাতা সোয়েটার হাতে বোনা।
রাতের বেলা শ্বশুর জামাই
মেহফিল হবে হুইস্কি রামে,
জামাইষষ্ঠী শেষ হবে
শেষ রাতের শেষ যামে।
শ্বশুর বলে অনেক খুঁজে
পেয়েছি জামাই মনের মতন,
সবাইকে বলি আমার জামাই
সাত রাজার ধন এক রতন।
## ##
সন্ধ্যা হলেই শ্বশুর মশাই
বাংলা মালে ফুল গিয়ার,
জামাই বলে ষষ্ঠীর দিনে
গিয়েই চাই চিল্ড বিয়ার।
দুপুরে খাবো সপ্তব্যাঞ্জন
শাশুড়ি আমার অন্নপূর্ণা ,
এই গরমে গিফট পেয়েছি
ফুল হাতা সোয়েটার হাতে বোনা।
রাতের বেলা শ্বশুর জামাই
মেহফিল হবে হুইস্কি রামে,
জামাইষষ্ঠী শেষ হবে
শেষ রাতের শেষ যামে।
শ্বশুর বলে অনেক খুঁজে
পেয়েছি জামাই মনের মতন,
সবাইকে বলি আমার জামাই
সাত রাজার ধন এক রতন।