** জল থৈথৈ **
রাস্তার মাঝে রাস্তা যদি
হারিয়ে গিয়ে থাকে,
বৃষ্টি মাঝে হাতটি ধোরো
ভালো লাগে যাকে।
জল থৈথৈ রাস্তা নদী
হারিয়ে গেছে সব ঠিকানা
পর্দা ঢাকা রিকশা মাঝে
পুরোন প্রেম ফিরিয়ে আনা।
কালো মেঘে আকাশ ভরা
বৃষ্টি নামে ঝম ঝমিয়ে,
হারিয়ে যাওয়া রাস্তা দিয়ে
হারিয়ে যাবো তোমায় নিয়ে।
তোমার মনের মেঘের ছোঁয়ায়
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে,
টাপুরটুপুর বৃষ্টি দেখো
গান শোনাবে তোমার কানে।
জল থৈথৈ জল থৈথৈ
বৃষ্টি ঝরা রাতে,
ভালোবাসার উজান টানে
ভাসবো তোমার সাথে।.............
রাস্তার মাঝে রাস্তা যদি
হারিয়ে গিয়ে থাকে,
বৃষ্টি মাঝে হাতটি ধোরো
ভালো লাগে যাকে।
জল থৈথৈ রাস্তা নদী
হারিয়ে গেছে সব ঠিকানা
পর্দা ঢাকা রিকশা মাঝে
পুরোন প্রেম ফিরিয়ে আনা।
কালো মেঘে আকাশ ভরা
বৃষ্টি নামে ঝম ঝমিয়ে,
হারিয়ে যাওয়া রাস্তা দিয়ে
হারিয়ে যাবো তোমায় নিয়ে।
তোমার মনের মেঘের ছোঁয়ায়
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে,
টাপুরটুপুর বৃষ্টি দেখো
গান শোনাবে তোমার কানে।
জল থৈথৈ জল থৈথৈ
বৃষ্টি ঝরা রাতে,
ভালোবাসার উজান টানে
ভাসবো তোমার সাথে।.............