******জমাট ভালোবাসা *****
রাস্তার মাঝে রাস্তা হারিয়ে গেছে
পৃথিবী জুড়ে খালি রাস্তা আর রাস্তা ,
নতুন জন্ম হবে মাতৃ গর্ভ থেকে
রাস্তা করে ..মৃত্যু তাও মহাপ্রস্থানের
পথে, ভাল রাস্তায় চললে ভালো মানুষ
জীবনে অনেক কিছু পাওয়া, আর
খারাপ রাস্তা চলে গেছে জেলের
কুঠুরীর দিকে I আমার কল্পনার রাস্তা
পুরোটাই খোঁড়াখুঁড়ি, খানা খন্দে ভরা,
মনের স্বপ্ন গুলো বার বার হোঁচট
খায় এই রাস্তায় চলতে । রাস্তার
আগাছা গুলো তোমাকে দিয়েছিলাম
কবিতা ভেবে, তুমি খুলে দেখলে
ও গুলো শ্যাওলা , পড়তে গিয়ে কতবার
তোমার বোধ বুদ্ধি পিছলে গেছে i
আমার কল্পনার মাটির রাস্তা থেকে তোমাকে
এক টব মাটি দিয়েছিলাম গাছ লাগাবার
জন্য ..গাছ লাগালে, রোজ জল দিতে,
গাছটা বড় হতে দেখি ফুলের গাছ নয়
ওটা ক্যাকটাস, বড় বড় কাঁটা নিয়ে
দাঁড়িয়ে আছে i সব কাঁটাতে গেঁথে আছে
আমার মনের এক একটা স্বপ্ন আর
প্রত্যেকটা গাঁথা স্বপ্ন থেকে ফোঁটা ফোঁটা
রক্ত ঝরেই চলেছে i তাইতো তোমাকে
কিছু দিতে ভয় পাই । ভালবাসা দিতে
পারি, কিন্তু জমাট, রেফ্রিজারেটরে রাখা
আছে ..পচে যাওয়ার ভয় ছিল । পারবে
জমাট বাধা আমার ভালোবাসাকে গলিয়ে
নিতে ? তাহলে হয়েতো তোমার আমাকে
পাবার তৃষ্ণার কিছুটা নিবৃত্তি হতে পারে i.......
রাস্তার মাঝে রাস্তা হারিয়ে গেছে
পৃথিবী জুড়ে খালি রাস্তা আর রাস্তা ,
নতুন জন্ম হবে মাতৃ গর্ভ থেকে
রাস্তা করে ..মৃত্যু তাও মহাপ্রস্থানের
পথে, ভাল রাস্তায় চললে ভালো মানুষ
জীবনে অনেক কিছু পাওয়া, আর
খারাপ রাস্তা চলে গেছে জেলের
কুঠুরীর দিকে I আমার কল্পনার রাস্তা
পুরোটাই খোঁড়াখুঁড়ি, খানা খন্দে ভরা,
মনের স্বপ্ন গুলো বার বার হোঁচট
খায় এই রাস্তায় চলতে । রাস্তার
আগাছা গুলো তোমাকে দিয়েছিলাম
কবিতা ভেবে, তুমি খুলে দেখলে
ও গুলো শ্যাওলা , পড়তে গিয়ে কতবার
তোমার বোধ বুদ্ধি পিছলে গেছে i
আমার কল্পনার মাটির রাস্তা থেকে তোমাকে
এক টব মাটি দিয়েছিলাম গাছ লাগাবার
জন্য ..গাছ লাগালে, রোজ জল দিতে,
গাছটা বড় হতে দেখি ফুলের গাছ নয়
ওটা ক্যাকটাস, বড় বড় কাঁটা নিয়ে
দাঁড়িয়ে আছে i সব কাঁটাতে গেঁথে আছে
আমার মনের এক একটা স্বপ্ন আর
প্রত্যেকটা গাঁথা স্বপ্ন থেকে ফোঁটা ফোঁটা
রক্ত ঝরেই চলেছে i তাইতো তোমাকে
কিছু দিতে ভয় পাই । ভালবাসা দিতে
পারি, কিন্তু জমাট, রেফ্রিজারেটরে রাখা
আছে ..পচে যাওয়ার ভয় ছিল । পারবে
জমাট বাধা আমার ভালোবাসাকে গলিয়ে
নিতে ? তাহলে হয়েতো তোমার আমাকে
পাবার তৃষ্ণার কিছুটা নিবৃত্তি হতে পারে i.......