• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ছোট গল্প

Bose Arun

Favoured Frenzy
*** বৃষ্টি ভেজা কল্পনা **
## Arun Bose ##

গল্প কবিতা লেখা আমার একটা নেশার মত হয়ে গেছে। এখনত খুব সুবিধে হয়ে গেছে, যা ইচ্ছে লেখো আর পোস্ট করো কোনো না কোনো গ্রুপে। পয়সা খরচের কোন বালাই নেই। ফেসবুকে " আজ সকলের আমন্ত্রণে " বলে একটা সাহিত্য মনস্ক গ্রুপ আছে, আমি মাঝে মাঝে এই গ্রুপে আমার লেখা কবিতা বা গল্প পোস্ট করি। অনেকে পড়ে কমেন্ট করে, অনেকে পড়ে কমেন্ট না করে লাইক দিয়ে ছেড়ে দেয়। আমার লেখার কমেন্ট গুলো পড়ে আমি যতটা সম্ভব রিপ্লাই দি, আর লাইক গুলোও ওপেন করে দেখি কারা দিচ্ছে। কাউকে দেখে ভালো লাগলে তার প্রোফাইল খুলে দেখি, কে সে, কোথায় থাকে। আমার শেষ লেখাটার লাইক গুলো দেখতে দেখতে হটাত চোখ দুটো আটকিয়ে গেলো একটা মিষ্টি মুখ দেখে। নাম সুবর্ণা রাণী গুহ। নামটা দেখে খুব অবাক হয়ে গেলাম আবার মজাও লাগলো।নামের সাথে মেয়েদের রাণী আগেকার দিনের মেয়েরা লিখতো যেমন আমার মায়ের নাম ছিল ছায়া রাণী বসু। আর আজকাল কার দিনের অল্প বয়েসী একটি মেয়ের নামের সাথে রাণী?
ওর প্রোফাইলটা ওপেন করলাম। কি মিষ্টি মুখ, ছবিটা সত্যি কিনা ভেরিফাই করার জন্য ওর ফটো এলবাম টা খুলে দেখি, ওরই আরও অনেক ছবি আছে। একটা ছবি তাকিয়ে আছে ক্যামেরার দিকে, টুকটুকে লাল পাতলা ঠোঁটে এক চিলতে হাসি আর কাজল টানা চোখ দুটোতে দুষ্টুদুষ্টু চাউনি। মনে হলো আমারি দিকে তাকিয়ে যেন আমাকে বলছে, কি হলো, ভালো লেগে গেলো আমাকে? আবার ছবি দেখে প্রেমে পরে গেলে নাতো? সত্যি ওর ছবিটা দেখতে দেখতে মনে হলো ওর মিষ্টি ঠোঁট দুটো নড়ছে। ছবিটার নিচে অনেক অনেক কমেন্ট, কমেন্টে কত রকম কত ছেলেদের প্রেমের গুঞ্জন, মাঝে মাঝে ওর রিপ্লাই। আমারও খুব ইচ্ছে হলো একটা কমেন্ট করতে। আমি লিখলাম " আজ আষাঢ় মাস / তোমার চোখে দেখছি / আমার সর্বনাশ। "
বেশিক্ষণ সময় লাগেনি রিপ্লাই এসে গেল," আষাঢ় মাসের বৃষ্টি তোমার সব সর্বনাশ ধুয়ে মুছে দেবে। " আমার খুব মজা লেগে গেল, ভাবলাম এত মিষ্টি একটা মেয়ে, ইস আমার যদি বন্ধু হত? লিখলাম "আষাঢ়ের বৃষ্টিতে আমার সব সর্বনাশতো ধুয়ে দিলে, কিন্তু আমি যে পারলাম না তোমাকে বৃষ্টিতে না ভিজিয়ে। তাই এস আমরা দুজনে আজ একসাথে বৃষ্টিতে ভিজি। "
"বৃষ্টি ভেজা মন,বৃষ্টি ভেজা স্বপ্ন
আমিতো তোমাকে কখনো
বৃষ্টিতে ভিজতে দেখিনি …….
কিন্তু তোমার চোখের বৃষ্টিতে
আমি যে দেখেছি আমার কষ্ট
চলো না আজ দুজনে বৃষ্টিতে ভিজি --
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টিকে ছুঁয়েছি কিন্তু
তোমার বৃষ্টি ভেজা
মনটাকে ছুঁতে পারিনি ………..
এখনো তোমাকে দেখতে পাই
কোনো বৃষ্টি ঝরা দিনে,
আমার ঘরের জানলায়
তোমার বৃষ্টি ভেজা মুখ,
ছুটে যাই …তুমি হারিয়ে যাও
অঝোর বৃষ্টির ধারায় …..
আমি বৃষ্টি দেখেছি..
আমি বৃষ্টিকে ছুঁতে পারিনি
ছুঁয়েছি তোমার
বৃষ্টি ভেজা দুটি চোখ... "
কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই এসে গেলো.... ইস কি অসাধারণ লেখো তুমি, মনে হচ্ছে আমি সত্যি যেন তোমার সাথে এই আষাঢ়ের অঝর ধারায় তোমাকে জড়িয়ে ধরে ভিজছি।
আমার কেমন জানি মনে হচ্ছে আমিই বৃষ্টি হয়ে গেছি। আমাকে তুমি সুবর্ণা নয় বৃষ্টি বলে ডেকো।"
কিছুতেই কেন জানি ওর ছবিটা থেকে চোখ সরাতে পারছি না। তাহলে কি সত্যি আমি ওর ওই কাজল কালো চোখ আর বৃষ্টি ভেজা ঠোঁট দুটোর প্রেমে পরে গেলাম?
ওর ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি যেন দেখতে পাচ্ছি
ওর কালো চুলে আকাশ ঢাকা মেঘ জমেছে, চোখের তারায় বিদ্যুৎ এর ঝিলিক। বৃষ্টি ভেজা সিক্ত বসনে আমার কাছে এসে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে বলছে, " দেখো আমি এসেছি তোমার কাছে, আমিই তো তোমার বৃষ্টি।..........
তোমার কালো চুলে
আকাশ ঢাকা মেঘ জমেছে ,
তোমার চোখের তারায়
বিদ্যুতের ঝিলিক ,
সব কিছু আবছা করে দিয়ে
তুমি এসে দাঁড়ালে, বললে ..
আমি এসেছি আমি বৃষ্টি ……
তোমাকে ভালো করে
দেখতে পাচ্ছি না,
মনে হচ্ছে তুমি সিক্ত বসনে
ময়ূরের ছন্দে ভেসে বেড়াচ্ছ ।
তোমার ভেজা শাড়ি তোমাকে
আরো আদর করে তোমার
শরীরের বাঁকে বাঁকে জড়িয়ে আছে ।
তুমি এসে দাঁড়ালে আমার সামনে,
এ বার তোমাকে দেখতে পাচ্ছি,
তোমার টল টলে বৃষ্টি ভেজা মুখ,
তোমার চোখের উচ্ছ্বলতা,
তোমার ভেজা ঠোঁটের দুর্বার আকর্ষণ,
তুমি আমার হাত ধরলে,
আমিও যেন গলে যাচ্ছি
বৃষ্টির মতো …………..
বৃষ্টির জল কণা গুলো আমাদের
দুজনকে আবছা করে দিচ্ছে…….
শুধু মনে হলো তুমি
আমার কানে কানে বললে…..আমি বৃষ্টি…..
আমি এসেছি তোমার কাছে । ……..
 
Top