Chowdhury2
Epic Legend
মেঘের কলে রদ হেসেছে
বাদল গাছে টুটি,
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।
কি করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন্ বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই,
সকল ছেলে জুটি।
কেয়া পাতার নৌকা গড়ে
সাজিয়ে দিব ফুলে,
তাল দিঘিতে ভাসিয়ে দিব
চলবে দুলে দুলে।
ছুটি: রবিন্দ্রনাথ ঠাকুর
বাদল গাছে টুটি,
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।
কি করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন্ বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই,
সকল ছেলে জুটি।
কেয়া পাতার নৌকা গড়ে
সাজিয়ে দিব ফুলে,
তাল দিঘিতে ভাসিয়ে দিব
চলবে দুলে দুলে।
ছুটি: রবিন্দ্রনাথ ঠাকুর