**** চোখ *****
তুমি কি জানো আমি তোমার নাম জানি না
কোথায় থাকো তাও জানি না, শুধু এক
ঝলক তোমাকে দেখেছিলাম কোনো একটা
ছবিতে তোমার শুধু দুটি চোখ । সাত
সমুদ্রের গভীরতা নিয়ে তুমি, তুমি বলবোনা, চোখ
দুটি তাকিয়েছিল আমার দিকে, যেন বলতে
চাইছিলো…..দেখোতো আমায় চিনতে পারো কিনা ?
সারা পৃথিবী তোলপার করে খুঁজে চলেছি
সেই দুটি চোখ । আমার মনের ক্যানভাসে
এঁকে রেখেছি চোখ দুটি, মাঝে মাঝে দুষ্টুমি
করে আমাকে জিগ্যেস করে…পেলে খুঁজে
আমাকে ? এক দিন শ্রাবন মাসের সন্ধ্যা বেলা
আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা আর
আকাশ চেরা বিদ্যুতের ঝলকানিতে হটাৎ যেন
দেখতে পেলাম মেঘের বুকে আঁকা রয়েছে
দুটি চোখ, যেন বলছে..এখনো পেলেনা
খুঁজে আমাকে ?..অঝোর ধারায় বৃষ্টি নামলো
আমার এত দিনের খুঁজে বেড়ানোর শ্রান্তি ক্লান্তি
ধুয়ে মুছে আমাকে সজীব করে দিলো আর আমি
যেন শুনতে পেলাম সেই আমার মনের
ক্যানভাসে আঁকা চোখ দুটি আমাকে বলছে…
দেখো আমি বৃষ্টি আমি এসেছি তোমার কাছে ।
তুমি কি জানো আমি তোমার নাম জানি না
কোথায় থাকো তাও জানি না, শুধু এক
ঝলক তোমাকে দেখেছিলাম কোনো একটা
ছবিতে তোমার শুধু দুটি চোখ । সাত
সমুদ্রের গভীরতা নিয়ে তুমি, তুমি বলবোনা, চোখ
দুটি তাকিয়েছিল আমার দিকে, যেন বলতে
চাইছিলো…..দেখোতো আমায় চিনতে পারো কিনা ?
সারা পৃথিবী তোলপার করে খুঁজে চলেছি
সেই দুটি চোখ । আমার মনের ক্যানভাসে
এঁকে রেখেছি চোখ দুটি, মাঝে মাঝে দুষ্টুমি
করে আমাকে জিগ্যেস করে…পেলে খুঁজে
আমাকে ? এক দিন শ্রাবন মাসের সন্ধ্যা বেলা
আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা আর
আকাশ চেরা বিদ্যুতের ঝলকানিতে হটাৎ যেন
দেখতে পেলাম মেঘের বুকে আঁকা রয়েছে
দুটি চোখ, যেন বলছে..এখনো পেলেনা
খুঁজে আমাকে ?..অঝোর ধারায় বৃষ্টি নামলো
আমার এত দিনের খুঁজে বেড়ানোর শ্রান্তি ক্লান্তি
ধুয়ে মুছে আমাকে সজীব করে দিলো আর আমি
যেন শুনতে পেলাম সেই আমার মনের
ক্যানভাসে আঁকা চোখ দুটি আমাকে বলছে…
দেখো আমি বৃষ্টি আমি এসেছি তোমার কাছে ।
