********বৃষ্টি তুমি এসো *******
ছাদের আলসে ধরে দাড়িয়ে ছিলাম, আকাশে
আজ অনেক বড় চাঁদ, সারা প্রকৃতি জোছনায়
যেন হাসছে, তোমার কথা খুব মনে পড়ছে, মনে
পড়ছে তোমার সেই টুক টুকে লাল ঠোঁটের মিস্টি
হাসি, গভীর দুটো চোখের দুষ্টুমি ভরা চাউনি
যেন বলতে চাইছে হারিয়ে ফেললে আমাকে?
কিন্তু আমিতো কোথাও যাবো না, আমি যে তোমার
কবিতা, আমি যে তোমাকে সারা জীবন কবিতা
হয়েই ভালবেসে থাকবো তোমার কাছে। রাখবেতো
আমাকে তোমার কাছে? আজ আকাশের মেঘেরা
হাল ছেরে দিয়েছে চাঁদের জোছনা কে আটকাতে,
তেমনি আমার চোখ দুটোও পারছে না আমার
চোখের বৃষ্টিকে ধরে রাখতে। সমস্ত প্রকৃতি আবছা
হয়ে গেছে আমার চোখের সামনে। কিন্তু মনে হোলো
প্রথম শীতের শির শিরে বাতাস যেন আমার কানে
কানে বললো, ঝরা পাতায় তোমার একটা চিঠি
এসেছে, তোমার হারিয়ে যাওয়া ভালবাসার কাছ
থেকে ছোট্ট একটা কবিতা হয়ে " চোখে নামে বৃষ্টি "।
অঝোর ধারায় ঝোড়ে পোরলো সেই বৃষ্টি আমার
দুচোখে, কত দিন না দেখা মুখটা, কত স্মৃতি কত
ভালবাসা, কত খুনশুটি, কত অভিমান সব যেন
একটি একটি করে ফুটে উঠেছে তোমার কবিতার
ছত্রে ছত্রে। তাই আকাশে আজকের বিশাল
চাঁদের বুকে তোমাকে খুঁজে বেড়াই দুচোখ
ভরা অশ্রু নিয়ে।...........
** চোখে নামে বৃষ্টি **
চোখে তোমার বৃষ্টি কেন
মনটা কেন উদাস উদাস,
ভাবছো কেন হারিয়ে গেছে
স্বপ্ন রাঙা প্রেমের আভাস।
তোমার প্রেম তোমারই আছে
আসবে ফিরে তোমার মনে,
আকাশ আবার রঙিন হবে
ফুটবে ফুল সবুজ বনে।
আমায় তুমি ডাকছো কেন
আমি আছি তোমার কাছে,
হারিয়ে আমি যাইনি কোথাও
তোমার প্রিয় তোমারই আছে।
বিনি সুতার তারার মালা
পরিয়ে দেবো গলায় তোমার,
তুমি আমার ভালোবাসা
তুমিই যে গো স্বপ্ন আমার।......
ছাদের আলসে ধরে দাড়িয়ে ছিলাম, আকাশে
আজ অনেক বড় চাঁদ, সারা প্রকৃতি জোছনায়
যেন হাসছে, তোমার কথা খুব মনে পড়ছে, মনে
পড়ছে তোমার সেই টুক টুকে লাল ঠোঁটের মিস্টি
হাসি, গভীর দুটো চোখের দুষ্টুমি ভরা চাউনি
যেন বলতে চাইছে হারিয়ে ফেললে আমাকে?
কিন্তু আমিতো কোথাও যাবো না, আমি যে তোমার
কবিতা, আমি যে তোমাকে সারা জীবন কবিতা
হয়েই ভালবেসে থাকবো তোমার কাছে। রাখবেতো
আমাকে তোমার কাছে? আজ আকাশের মেঘেরা
হাল ছেরে দিয়েছে চাঁদের জোছনা কে আটকাতে,
তেমনি আমার চোখ দুটোও পারছে না আমার
চোখের বৃষ্টিকে ধরে রাখতে। সমস্ত প্রকৃতি আবছা
হয়ে গেছে আমার চোখের সামনে। কিন্তু মনে হোলো
প্রথম শীতের শির শিরে বাতাস যেন আমার কানে
কানে বললো, ঝরা পাতায় তোমার একটা চিঠি
এসেছে, তোমার হারিয়ে যাওয়া ভালবাসার কাছ
থেকে ছোট্ট একটা কবিতা হয়ে " চোখে নামে বৃষ্টি "।
অঝোর ধারায় ঝোড়ে পোরলো সেই বৃষ্টি আমার
দুচোখে, কত দিন না দেখা মুখটা, কত স্মৃতি কত
ভালবাসা, কত খুনশুটি, কত অভিমান সব যেন
একটি একটি করে ফুটে উঠেছে তোমার কবিতার
ছত্রে ছত্রে। তাই আকাশে আজকের বিশাল
চাঁদের বুকে তোমাকে খুঁজে বেড়াই দুচোখ
ভরা অশ্রু নিয়ে।...........
** চোখে নামে বৃষ্টি **
চোখে তোমার বৃষ্টি কেন
মনটা কেন উদাস উদাস,
ভাবছো কেন হারিয়ে গেছে
স্বপ্ন রাঙা প্রেমের আভাস।
তোমার প্রেম তোমারই আছে
আসবে ফিরে তোমার মনে,
আকাশ আবার রঙিন হবে
ফুটবে ফুল সবুজ বনে।
আমায় তুমি ডাকছো কেন
আমি আছি তোমার কাছে,
হারিয়ে আমি যাইনি কোথাও
তোমার প্রিয় তোমারই আছে।
বিনি সুতার তারার মালা
পরিয়ে দেবো গলায় তোমার,
তুমি আমার ভালোবাসা
তুমিই যে গো স্বপ্ন আমার।......