Bose Arun
Favoured Frenzy
চিরন্তন।
$$$$$$$$$$$$$$$$$
তুমি ছিলে মোর মনের গোপনে
ভরায়ে মাধুরী ছড়ায়ে সুরভি
রেখেছিনু তাহে অতি সযতনে
বুঝিবেনা তাহা তুমি যে গরবী।।
ফল্গুনদীব প্রেমের প্রতিদান
হৃদয় ভরা প্রেমের যাতনা।
তাইতো তাহার এতো অভিমান
সে ব্যথাটিতো তার কেউবোঝেনা।।
কমল বুকেতে মধুকর যবে
গুঞ্জরীয়া আসি হাসিয়া যে বসে,
কহে 'বঁধূ তুমি কি আমার হবে'?
(বোঝেনা)কমল আসেসেযে মধু অণ্বেষে।।
কমলের ব্যথা কয়জন বোঝে?
বাহিরে সে দেখিতে অতি সুন্দর।
হৃদি মাঝে শুধু প্রিয়রে সে খোঁজে,
বসায়ে রেখেছে সে তারে অন্তর।।
মনে পড়ে যায় সেই মধুক্ষণ
হেসেছিলো রূপালী চন্দ্রলেখা।
অন্তর জুড়ে তারই আলাপন,
নয়ন মুদিলেও পাই যে দেখা।।
কেন ভুলে যাই সে যে শুধু মায়া
দিয়ে গেলো শুধু প্রেমের যাতনা।
ভাবিয়া ছিলেম যারে তরুছায়া,
শত ডাকিলেওআজ পাইবো না ।।
মায়াবী খেলায় তবু খেলে চলা
হৃদয়ের দ্বার তবু খুলে রাখা।
তবু জীবনের দেয়া নেওয়া খেলা
মন মুকুরে তারই ছবি দেখা।।
$$$$$$$$$$$$$$$$$
তুমি ছিলে মোর মনের গোপনে
ভরায়ে মাধুরী ছড়ায়ে সুরভি
রেখেছিনু তাহে অতি সযতনে
বুঝিবেনা তাহা তুমি যে গরবী।।
ফল্গুনদীব প্রেমের প্রতিদান
হৃদয় ভরা প্রেমের যাতনা।
তাইতো তাহার এতো অভিমান
সে ব্যথাটিতো তার কেউবোঝেনা।।
কমল বুকেতে মধুকর যবে
গুঞ্জরীয়া আসি হাসিয়া যে বসে,
কহে 'বঁধূ তুমি কি আমার হবে'?
(বোঝেনা)কমল আসেসেযে মধু অণ্বেষে।।
কমলের ব্যথা কয়জন বোঝে?
বাহিরে সে দেখিতে অতি সুন্দর।
হৃদি মাঝে শুধু প্রিয়রে সে খোঁজে,
বসায়ে রেখেছে সে তারে অন্তর।।
মনে পড়ে যায় সেই মধুক্ষণ
হেসেছিলো রূপালী চন্দ্রলেখা।
অন্তর জুড়ে তারই আলাপন,
নয়ন মুদিলেও পাই যে দেখা।।
কেন ভুলে যাই সে যে শুধু মায়া
দিয়ে গেলো শুধু প্রেমের যাতনা।
ভাবিয়া ছিলেম যারে তরুছায়া,
শত ডাকিলেওআজ পাইবো না ।।
মায়াবী খেলায় তবু খেলে চলা
হৃদয়ের দ্বার তবু খুলে রাখা।
তবু জীবনের দেয়া নেওয়া খেলা
মন মুকুরে তারই ছবি দেখা।।