Tanvir
Favoured Frenzy
আমি আর চাই না কিছু,
চাই শূধু তোমাকে,
তোমাকে নিয়ে স্বপ্ন দেখি,
দিনে ও রাতে।
আমি তোমাকে ভালবাসি,
আমি তোমাকে ভালবাসি
গিটারের তারের সাথে,
কন্ঠে আমি সুর তুলি,
তুমি আমার আমি তোমার,
আমি ভালবাসি তোমায়।
আমি তোমাকে ভালবাসি,
আমি তোমাকে ভালবাসি
আমি আমার ভালবাসা,
তোমার জন্য রেখেছি,
তুমি আমাকে দিয়ো না ফিরিয়ে,
আমি তোমাকে ভালোবাসি।
আমি তোমাকে ভালবাসি,
আমি তোমাকে ভালবাসি
তুমি অনেক সুন্দর,
তাই আমি চেয়ে থাকি,
পুতুলের মতো রাখবো সাজিয়ে,
আমার এই মনের ঘরে।
আমি তোমাকে ভালবাসি,
আমি তোমাকে ভালবাসি
আমি তোমার হাতটি ধরে,
হারিয়ে যেতে চাই অজানায়,
হবে কি সঙ্গী আমার,
বলো ফিরিয়ে দেবে না আমায়।
আমি তোমাকে ভালবাসি,
আমি তোমাকে ভালবাসি
চাই শূধু তোমাকে,
তোমাকে নিয়ে স্বপ্ন দেখি,
দিনে ও রাতে।
আমি তোমাকে ভালবাসি,
আমি তোমাকে ভালবাসি
গিটারের তারের সাথে,
কন্ঠে আমি সুর তুলি,
তুমি আমার আমি তোমার,
আমি ভালবাসি তোমায়।
আমি তোমাকে ভালবাসি,
আমি তোমাকে ভালবাসি
আমি আমার ভালবাসা,
তোমার জন্য রেখেছি,
তুমি আমাকে দিয়ো না ফিরিয়ে,
আমি তোমাকে ভালোবাসি।
আমি তোমাকে ভালবাসি,
আমি তোমাকে ভালবাসি
তুমি অনেক সুন্দর,
তাই আমি চেয়ে থাকি,
পুতুলের মতো রাখবো সাজিয়ে,
আমার এই মনের ঘরে।
আমি তোমাকে ভালবাসি,
আমি তোমাকে ভালবাসি
আমি তোমার হাতটি ধরে,
হারিয়ে যেতে চাই অজানায়,
হবে কি সঙ্গী আমার,
বলো ফিরিয়ে দেবে না আমায়।
আমি তোমাকে ভালবাসি,
আমি তোমাকে ভালবাসি