নানা রকম ফুলের বাহার তোমার কাছে।
মাত্র কয়েক রকম আছে, কতো রকম ফুল যে আনতে ইচ্ছে করে বাগানে ....উপায় নাই, ছোট্ট বাগান আমারনানা রকম ফুলের বাহার তোমার কাছে।
অভিশাপ দিচ্ছো নাকিএককথায় অসাধারন.. কিন্তু এই টুকু বললে তাদের অপমান করা হয়.. বেঁচে থাকুক তারা বেঁচে থাকুক তাদের আদর করা লোকজন
বুঝি ,অনেক সময় ইচ্ছে থাকলেও উপায় হয় না ।মাত্র কয়েক রকম আছে, কতো রকম ফুল যে আনতে ইচ্ছে করে বাগানে ....উপায় নাই, ছোট্ট বাগান আমার
সুন্দরেরও কদর করা লাগে ?।! (এটা বাক্য ,বিস্ময় ও প্রশ্ন একসাথে )তুমি সুন্দর......তাই চেয়ে থাকি পিও
এটার উত্তর দেবো না ।অবশ্যই লাগে; যার যেখানে যেটুকু কদর করার মত, তা তো বলতেই হয়.......এই তো মনুষ্যত্ব, বড় মনের পরিচায়ক।