চতুষ্কোণ স্বপ্ন গোলাকার, আয়তাকায়,
সমপরিমান প্রিজমে নীল লিটমাসের আলো,
তোমায় ভালোবাসি কতবার- না জানি বলেছি,
কষ্ট গুলো আবার রাত জাগালো!
উদ্ভ্রান্ত বহ্নি বিল্পবের কবর খোড়া আছে,
কফিন তুলে আতড়ের গন্ধ মো মো করছে চারপাশে
বিদির্ণ প্রান্তরে প্রেম শুয়ে শুয়ে ঘুমায়,
বাগানের পাশের বাঁশ গাছে তোমার নিঃশ্বাস -
আমার হাতে লেখা চিঠি উড়ে যায়!
প্রতিক্ষা করবো আবার অনেকটা সময় জুড়ে,
ওই চাওনি ভুলতে পারছি না গো একদম,
কাঙাল হত-দরিদ্রের সাংকেতিক চিহ্ন আছে,
ভাতের থালা, ভুখা পেট নয় -
তোমার চুম্বনের স্মৃতি রাত জাগালো!
***************************************
সমপরিমান প্রিজমে নীল লিটমাসের আলো,
তোমায় ভালোবাসি কতবার- না জানি বলেছি,
কষ্ট গুলো আবার রাত জাগালো!
উদ্ভ্রান্ত বহ্নি বিল্পবের কবর খোড়া আছে,
কফিন তুলে আতড়ের গন্ধ মো মো করছে চারপাশে
বিদির্ণ প্রান্তরে প্রেম শুয়ে শুয়ে ঘুমায়,
বাগানের পাশের বাঁশ গাছে তোমার নিঃশ্বাস -
আমার হাতে লেখা চিঠি উড়ে যায়!
প্রতিক্ষা করবো আবার অনেকটা সময় জুড়ে,
ওই চাওনি ভুলতে পারছি না গো একদম,
কাঙাল হত-দরিদ্রের সাংকেতিক চিহ্ন আছে,
ভাতের থালা, ভুখা পেট নয় -
তোমার চুম্বনের স্মৃতি রাত জাগালো!
***************************************