***** গ্রাম ******
সাঁন্ধ্য আকাশ হাতছানি দেয়
তুলসী তলার প্রদীপটাকে,
স্নিঁগ্ধ শিখা শান্ত করে
অশান্ত এই মনটাকে ।
মাঝ রাতের বাতাস নিয়ে
নিশীথ রাতের কল্পনা,
ঝিলের মাঝে পদ্ম পাতায়
জলের বুকে আল্পনা ।
গ্রামের শেষে পথের বাঁকে
বুড়ো শিবের বটতলা,
সকাল থেকে চাষীর মন
ধানের ক্ষেতে পথ চলা ।
কুড়ে ঘড়ের ছাদটা দিয়ে
পূর্ণিমা চাঁদ উঁকি মারে,
সাঁঝ বেলাতে জোনাক জ্বলে
গ্রামের শেষে বাঁশ ঝাড়ে ।
ঘুমের পরী সবার চোখে
ঘুমের কাঁজল দেয় বুলিয়ে,
আকাশ ঘুমায় বাতাস ঘুমায়
গ্রামটা ঘুমায় মেঘের কোলে ।
সাঁন্ধ্য আকাশ হাতছানি দেয়
তুলসী তলার প্রদীপটাকে,
স্নিঁগ্ধ শিখা শান্ত করে
অশান্ত এই মনটাকে ।
মাঝ রাতের বাতাস নিয়ে
নিশীথ রাতের কল্পনা,
ঝিলের মাঝে পদ্ম পাতায়
জলের বুকে আল্পনা ।
গ্রামের শেষে পথের বাঁকে
বুড়ো শিবের বটতলা,
সকাল থেকে চাষীর মন
ধানের ক্ষেতে পথ চলা ।
কুড়ে ঘড়ের ছাদটা দিয়ে
পূর্ণিমা চাঁদ উঁকি মারে,
সাঁঝ বেলাতে জোনাক জ্বলে
গ্রামের শেষে বাঁশ ঝাড়ে ।
ঘুমের পরী সবার চোখে
ঘুমের কাঁজল দেয় বুলিয়ে,
আকাশ ঘুমায় বাতাস ঘুমায়
গ্রামটা ঘুমায় মেঘের কোলে ।