Bose Arun
Favoured Frenzy
***** গোলাপ ******
গোলাপের ভালবাসায় রঙ্গীন
হয়ে ওঠে তোমার হৃদয়,
মনের গভীরে গোলাপ কাটায়
গাথা অনেক মধুর স্মৃতি ।
তাইতো তুমি ভালবাসো গোলাপ,
পূর্ণিমা রাতে তোমাকে দেখেছি
জোছনা মাখা তুমি,
চাঁদের কলঙ্ক অলঙ্কার করে
পরেছো, তাইতো তুমি এতো সুন্দর ।
বৃষ্টি ভেজা সিক্ত বসনে তুমি
দাঁড়িয়ে আছো আকাশ তলায় ।
তোমাকে দেখে
বকুল বনে বন্যা আসে,
আকাশ বাড়ায় হাত তোমাকে ছুঁতে ।
ভাল লাগা লজ্জ্যায় রক্তিম হয়ে
ওঠে তোমার ভালবাসা,
সে রং রাঙ্গীয়ে দেয় আমার মন ।
তাইতো তোমাকে ভালবেসেছি
এক গুচ্ছো লাল গোলাপ দিয়ে ।
গোলাপের ভালবাসায় রঙ্গীন
হয়ে ওঠে তোমার হৃদয়,
মনের গভীরে গোলাপ কাটায়
গাথা অনেক মধুর স্মৃতি ।
তাইতো তুমি ভালবাসো গোলাপ,
পূর্ণিমা রাতে তোমাকে দেখেছি
জোছনা মাখা তুমি,
চাঁদের কলঙ্ক অলঙ্কার করে
পরেছো, তাইতো তুমি এতো সুন্দর ।
বৃষ্টি ভেজা সিক্ত বসনে তুমি
দাঁড়িয়ে আছো আকাশ তলায় ।
তোমাকে দেখে
বকুল বনে বন্যা আসে,
আকাশ বাড়ায় হাত তোমাকে ছুঁতে ।
ভাল লাগা লজ্জ্যায় রক্তিম হয়ে
ওঠে তোমার ভালবাসা,
সে রং রাঙ্গীয়ে দেয় আমার মন ।
তাইতো তোমাকে ভালবেসেছি
এক গুচ্ছো লাল গোলাপ দিয়ে ।