• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

গীত সঙ্গীত

subsar

Want to touch the Moon
Senior's
Chat Pro User
গান কার না ভালো লাগে l যে গান কর্ণকুহর দিয়ে আমাদের মরমে প্রবেশ করে সেই গানের কথাগুলো ভুলে যাওয়া দূরহ ব্যাপার l একবার পরখ করে নিই আমাদের স্মৃতিভাণ্ডার কতটা প্রখর l তুমি এমন কোনো গান পোস্ট করো বা প্রথম দুই লাইন বলো যার মধ্যে নীচের শব্দ গুলো থাকবে . তোমার বলার পর আবার নতুন শব্দ দেওয়া হবে . সেগুলো দিয়ে নতুন কোনো গান পোস্ট করতে বা বলতে হবে l আমরা এভাবে এগিয়ে যাবো l

অলি বকুল আকাশ মেঘ
 
গান কার না ভালো লাগে l যে গান কর্ণকুহর দিয়ে আমাদের মরমে প্রবেশ করে সেই গানের কথাগুলো ভুলে যাওয়া দূরহ ব্যাপার l একবার পরখ করে নিই আমাদের স্মৃতিভাণ্ডার কতটা প্রখর l তুমি এমন কোনো গান পোস্ট করো বা প্রথম দুই লাইন বলো যার মধ্যে নীচের শব্দ গুলো থাকবে . তোমার বলার পর আবার নতুন শব্দ দেওয়া হবে . সেগুলো দিয়ে নতুন কোনো গান পোস্ট করতে বা বলতে হবে l আমরা এভাবে এগিয়ে যাবো l

অলি বকুল আকাশ মেঘ

(অলির কথা শুনে বকুল হাসে – হেমন্ত মুখোপাধ্যায়)​

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো।।
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু
আসো না তো।।
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু
ভাসো না তো।।
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ওগো ধন্য মোরে।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি আমায় কভুও ভালবাসো না তো।।
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো।।
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তু
মি আমার কাছে কভু
আসো না তো।।
 
গান কার না ভালো লাগে l যে গান কর্ণকুহর দিয়ে আমাদের মরমে প্রবেশ করে সেই গানের কথাগুলো ভুলে যাওয়া দূরহ ব্যাপার l একবার পরখ করে নিই আমাদের স্মৃতিভাণ্ডার কতটা প্রখর l তুমি এমন কোনো গান পোস্ট করো বা প্রথম দুই লাইন বলো যার মধ্যে নীচের শব্দ গুলো থাকবে . তোমার বলার পর আবার নতুন শব্দ দেওয়া হবে . সেগুলো দিয়ে নতুন কোনো গান পোস্ট করতে বা বলতে হবে l আমরা এভাবে এগিয়ে যাবো l

অলি বকুল আকাশ মেঘ
20240306_173402.jpg
 
গান কার না ভালো লাগে l যে গান কর্ণকুহর দিয়ে আমাদের মরমে প্রবেশ করে সেই গানের কথাগুলো ভুলে যাওয়া দূরহ ব্যাপার l একবার পরখ করে নিই আমাদের স্মৃতিভাণ্ডার কতটা প্রখর l তুমি এমন কোনো গান পোস্ট করো বা প্রথম দুই লাইন বলো যার মধ্যে নীচের শব্দ গুলো থাকবে . তোমার বলার পর আবার নতুন শব্দ দেওয়া হবে . সেগুলো দিয়ে নতুন কোনো গান পোস্ট করতে বা বলতে হবে l আমরা এভাবে এগিয়ে যাবো l

অলি বকুল আকাশ মেঘ
চমৎকার ব্যাপার
 
গান কার না ভালো লাগে l যে গান কর্ণকুহর দিয়ে আমাদের মরমে প্রবেশ করে সেই গানের কথাগুলো ভুলে যাওয়া দূরহ ব্যাপার l একবার পরখ করে নিই আমাদের স্মৃতিভাণ্ডার কতটা প্রখর l তুমি এমন কোনো গান পোস্ট করো বা প্রথম দুই লাইন বলো যার মধ্যে নীচের শব্দ গুলো থাকবে . তোমার বলার পর আবার নতুন শব্দ দেওয়া হবে . সেগুলো দিয়ে নতুন কোনো গান পোস্ট করতে বা বলতে হবে l আমরা এভাবে এগিয়ে যাবো l

অলি বকুল আকাশ মেঘ
 
জানালা ,দখিনা বাতাস, নিঝুম রাত, সাগর
 
জানালা ,দখিনা বাতাস, নিঝুম রাত, সাগর
এটা ওটার থেকে আরো সোজা দিয়েছো ..
শ্রীকান্ত আচার্য্য

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
তুমি কাছে না থাকা খেয়ালী শুধু
আমি বিরহী ইতিহাস!

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
 
এটা ওটার থেকে আরো সোজা দিয়েছো ..
শ্রীকান্ত আচার্য্য

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
তুমি কাছে না থাকা খেয়ালী শুধু
আমি বিরহী ইতিহাস!

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
Great...amar agey diye dili...
 
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস
এই গান টা অনেক জন গেয়েছে।

আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস
আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস
যদি আর-কারে ভালোবাস
যদি আর ফিরে নাহি আস
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও
আমি যত দুখ পাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়
তুমি সুখ যদি নাহি পাও
যাও, সুখের সন্ধানে যাও
তুমি সুখ যদি নাহি পাও
যাও, সুখের সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে
আর কিছু নাহি চাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
 
গান কার না ভালো লাগে l যে গান কর্ণকুহর দিয়ে আমাদের মরমে প্রবেশ করে সেই গানের কথাগুলো ভুলে যাওয়া দূরহ ব্যাপার l একবার পরখ করে নিই আমাদের স্মৃতিভাণ্ডার কতটা প্রখর l তুমি এমন কোনো গান পোস্ট করো বা প্রথম দুই লাইন বলো যার মধ্যে নীচের শব্দ গুলো থাকবে . তোমার বলার পর আবার নতুন শব্দ দেওয়া হবে . সেগুলো দিয়ে নতুন কোনো গান পোস্ট করতে বা বলতে হবে l আমরা এভাবে এগিয়ে যাবো l

অলি বকুল আকাশ মেঘ
Excellent bro
 
এই গান টা অনেক জন গেয়েছে।

আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস
আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস
যদি আর-কারে ভালোবাস
যদি আর ফিরে নাহি আস
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও
আমি যত দুখ পাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়
তুমি সুখ যদি নাহি পাও
যাও, সুখের সন্ধানে যাও
তুমি সুখ যদি নাহি পাও
যাও, সুখের সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে
আর কিছু নাহি চাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
Rabindra sangeet sabsamoy ei notun, jeno purano hoyna. Prachyer songe paschatyer melbondhan sei Rabindrik sahitya jug thekei suru.
 
এই গান টা অনেক জন গেয়েছে।

আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস
আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস
যদি আর-কারে ভালোবাস
যদি আর ফিরে নাহি আস
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও
আমি যত দুখ পাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়
তুমি সুখ যদি নাহি পাও
যাও, সুখের সন্ধানে যাও
তুমি সুখ যদি নাহি পাও
যাও, সুখের সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে
আর কিছু নাহি চাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
Reee aktu wait kor......sob ki tui aka dibi....dhur...
 
ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ব্যারিস্টার
 
ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ব্যারিস্টার
নচিকেতা ঘোষ।
আম্বিশন।

কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার,
কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশান।
আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।
ঠকানোই মূল মন্ত্র, আজকের সব পেশাতে,
পিছপা নয় বিধাতাও, তেলেতে জল মেশাতে।
ডাক্তার ভুলছে শপথ, ঘুশ খায় ইঞ্জিনিয়ার,
আইনের ব্যবচ্ছেদে, ডাক্তার সাজে মোক্তার।
যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম,
ফেলে দাও শ্রোতের মুখে, আদর্শ বিবেক ও প্রেম।
এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান।
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন।
বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো।
সতভাবে বাঁচো বাঁচাও, একথা লোক ঠকানো।
সতভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে নাকো।
শুধু কথা না শুনে, বড়দের দেখেই শেখ।
এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে,
ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে।
শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান।
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।
কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার,
কেউ চায় বেচতে রূপোয়, রূপের বাহার চুলের ফ্যাশান।
আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন।
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।
 
নচিকেতা ঘোষ।
আম্বিশন।

কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার,
কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশান।
আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।
ঠকানোই মূল মন্ত্র, আজকের সব পেশাতে,
পিছপা নয় বিধাতাও, তেলেতে জল মেশাতে।
ডাক্তার ভুলছে শপথ, ঘুশ খায় ইঞ্জিনিয়ার,
আইনের ব্যবচ্ছেদে, ডাক্তার সাজে মোক্তার।
যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম,
ফেলে দাও শ্রোতের মুখে, আদর্শ বিবেক ও প্রেম।
এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান।
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন।
বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো।
সতভাবে বাঁচো বাঁচাও, একথা লোক ঠকানো।
সতভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে নাকো।
শুধু কথা না শুনে, বড়দের দেখেই শেখ।
এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে,
ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে।
শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান।
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।
কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার,
কেউ চায় বেচতে রূপোয়, রূপের বাহার চুলের ফ্যাশান।
আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন।
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।
Reee tui agey reply dish na ...akta to amake dite de.... :angry:
 
Top