****** গাঁটছড়া*******
তোর সাথে আমার যে
সারা জীবন গাঁটছড়া ,
তোর কাছেই ছুটে যেতে
মনটা আমার পাগল পারা.....
তুই যে আমার আকাশ মনের
পাগলী হওয়া একটি মেয়ে ,
পাগল আমি থাকতে পারি
তোকে ছেড়ে কোথাও যেয়ে ?....
মাঝে মাঝে ভুলেই যাস
আমি যে তোর মন বকুল,
আবার যখন মনে পরে
বর্ষা হয়ে কেঁদে আকুল .....
কি যে করি তোকে নিয়ে
কোথায় রাখি কার মনে ,
হারিয়ে না যাস আমার থেকে
লুকিয়ে রাখি পদ্ম বনে ..........
তোর সাথে আমার যে
সারা জীবন গাঁটছড়া ,
তোর কাছেই ছুটে যেতে
মনটা আমার পাগল পারা.....
তুই যে আমার আকাশ মনের
পাগলী হওয়া একটি মেয়ে ,
পাগল আমি থাকতে পারি
তোকে ছেড়ে কোথাও যেয়ে ?....
মাঝে মাঝে ভুলেই যাস
আমি যে তোর মন বকুল,
আবার যখন মনে পরে
বর্ষা হয়ে কেঁদে আকুল .....
কি যে করি তোকে নিয়ে
কোথায় রাখি কার মনে ,
হারিয়ে না যাস আমার থেকে
লুকিয়ে রাখি পদ্ম বনে ..........