• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

গল্প

Saurabh Dariwala

Epic Legend
Chat Pro User
এখানে আমাদের গল্প গুলো সব ছোটো গল্পের মতো। আমরা সবাই জানি গল্পের পরিসর কম, তবুও আশা জাগে হয়তো বা সমাপ্তি তে গিয়ে সব মিলে যাবে।
 
যদি সব মিলে মিশেই যেত শেষে, কে শুনত এই গল্প গুলো? কিছুক্ষেত্রে কিছু অপূর্ণতাই কিছু জিনিসকে সম্পূর্ণ করতে পারে।
 
যদি সব মিলে মিশেই যেত শেষে, কে শুনত এই গল্প গুলো? কিছুক্ষেত্রে কিছু অপূর্ণতাই কিছু জিনিসকে সম্পূর্ণ করতে পারে।
ঠিক। সবক্ষেত্রে পূর্ণতা খুঁজতে যাওয়া বোকামি। The journey is more important than the destination.
 
যেটুকু পাচ্ছি তাই বা কম কোথায়!! তার মধ্যেও তো সৌন্দর্য্য বিরাজ করছে........মিলন - বিচ্ছেদের ভাবনা না হয় পরে ভাবি!!
 
পূর্ণতাটা অনেকসময় তাই এই জার্নির অনুভূতিতেই পাওয়া যায়। এজন্যই হয়তো বলা -
"আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্ণতা আমার অনুভবে।"
 
কিছু অপূর্ণতা থাকা দরকার জীবনে হয়তো আমার কাছে যেটা অপূর্ণ সেটা অন্যের কাছে পূর্ণতা পাবে
 
এখানে আমাদের গল্প গুলো সব ছোটো গল্পের মতো। আমরা সবাই জানি গল্পের পরিসর কম, তবুও আশা জাগে হয়তো বা সমাপ্তি তে গিয়ে সব মিলে যাবে।
Purnotay golper madhurjo thake na
 
এখানে আমাদের গল্প গুলো সব ছোটো গল্পের মতো। আমরা সবাই জানি গল্পের পরিসর কম, তবুও আশা জাগে হয়তো বা সমাপ্তি তে গিয়ে সব মিলে যাবে।
ছোট গল্পের সার্থকতা এটাই যে শেষ হইয়েও হইল না শেষ, ভাবলেই ভালোলাগে এই অধ্যায়গুলো অবচেতনে আজীবন লুকিয়ে থেকে যাবে, শেষবেলায় হয়ত খোঁজ থাকবে না ঠিকই কারোর কিন্ত সবাই লুকিয়ে সবাইকে মনে করবে কেউ জানতেও পারব না, এখানে যে কমিটমেন্ট নামক কঠিন শব্দটা নেই।
 
Last edited:
ঠিক। সবক্ষেত্রে পূর্ণতা খুঁজতে যাওয়া বোকামি। The journey is more important than the destination.
চরৈবেতি, চরৈবেতি
 
সবার ব্যক্তব্য পরিশীলিত, যথোপযুক্ত
 
এখানে আমাদের গল্প গুলো সব ছোটো গল্পের মতো। আমরা সবাই জানি গল্পের পরিসর কম, তবুও আশা জাগে হয়তো বা সমাপ্তি তে গিয়ে সব মিলে যাবে।
ঠিক কথা
 
যদি সব মিলে মিশেই যেত শেষে, কে শুনত এই গল্প গুলো? কিছুক্ষেত্রে কিছু অপূর্ণতাই কিছু জিনিসকে সম্পূর্ণ করতে পারে।
খাঁটি কথা বলেছো
 
Top