**** খোঁজ ****
অচেনা সমুদ্রের ঢেউ গুনে গুনে
ক্লান্ত হয়ে পরে নিঃশ্বাস।
উড়ন্ত খই রঙা বকের পাখায়
কালিমাখা মেঘের কাজল আঁকা,
মনে পড়িয়ে দেয় তোমার বৃষ্টি
ভেজা ল্যাপ্টানো কাজল পড়া
চোখদুটি। ভেজা বাশপাতার
আরশিতে তোমার মনের ছায়া
চুইয়ে চুইয়ে পড়ছে হিরের মতো
জলের বিন্দু হয়ে। বৃষ্টি ধোয়া
নীল আকাশের শাড়ির পাড়ে
চোরকাটায় গেথে আছে অনেক
মনের স্মৃতি। তোমার কাছে যাওয়ার
পথে যদি সন্ধ্যা নামে, বুকের পাজর
খুলে জ্বালব আলো সেই অন্ধকারে।
পাথর বাধানো মাটির বুকে শান
দেয়া লাঙল চালিয়ে ছড়িয়ে দেবো
জীবনের বীজ। কবে যে তোমার
সাথে দেখা হয়েছিলো,কোন
শিলালিপির যুগে, খুঁজতে গিয়ে
পথে জমে গেছে বরফ, মাঝ
সমুদ্রে হাটু জল। রাত পাখী চোখ
বুঁজে মনের সুখে অন্ধকার রাতটাকে
ঠুকরে ঠুকরে ভোরের আলো
খোঁজে। সেই আলোতে আমি খুঁজে
চলেছি সমুদ্রের নিচে ঝিনুক বুকে
মুক্তো হওয়া জমাট বাধা তোমার
ভালোবাসা।...
অচেনা সমুদ্রের ঢেউ গুনে গুনে
ক্লান্ত হয়ে পরে নিঃশ্বাস।
উড়ন্ত খই রঙা বকের পাখায়
কালিমাখা মেঘের কাজল আঁকা,
মনে পড়িয়ে দেয় তোমার বৃষ্টি
ভেজা ল্যাপ্টানো কাজল পড়া
চোখদুটি। ভেজা বাশপাতার
আরশিতে তোমার মনের ছায়া
চুইয়ে চুইয়ে পড়ছে হিরের মতো
জলের বিন্দু হয়ে। বৃষ্টি ধোয়া
নীল আকাশের শাড়ির পাড়ে
চোরকাটায় গেথে আছে অনেক
মনের স্মৃতি। তোমার কাছে যাওয়ার
পথে যদি সন্ধ্যা নামে, বুকের পাজর
খুলে জ্বালব আলো সেই অন্ধকারে।
পাথর বাধানো মাটির বুকে শান
দেয়া লাঙল চালিয়ে ছড়িয়ে দেবো
জীবনের বীজ। কবে যে তোমার
সাথে দেখা হয়েছিলো,কোন
শিলালিপির যুগে, খুঁজতে গিয়ে
পথে জমে গেছে বরফ, মাঝ
সমুদ্রে হাটু জল। রাত পাখী চোখ
বুঁজে মনের সুখে অন্ধকার রাতটাকে
ঠুকরে ঠুকরে ভোরের আলো
খোঁজে। সেই আলোতে আমি খুঁজে
চলেছি সমুদ্রের নিচে ঝিনুক বুকে
মুক্তো হওয়া জমাট বাধা তোমার
ভালোবাসা।...