• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

খারাপ ছেলে


***** খারাপ আমি *****

খারাপ আমি খারাপই ছিলাম
খারাপ আমি থাকব সুখে ,
তুমি যদি না চাও আমায়
থাকব না আর তোমার বুকে i
যাও না তুমি কত আছে
তোমার মনে মনের মানুষ,
আমি নয়তো খুবই খারাপ
তোমার মতে অমানুষ i
চাই না আমি তোমার মতো
এতো ভালো এতো সতী ,
আমার ভাগ্যে যদি থাকে
তেমন মেয়ের তেমন গতি i
তাওতো তোমায় ভুলতে না পাই
কেনো আছো মনের মাঝে ,
যতই ভাবি ভুলে যাবো
মনে পরে সকাল সাঁঝে i
কি যে করি ভেবে না পাই
কেন আমায় ভুলতে না দাও ,
তোমার আছে অনেক প্রেমিক
তাদের কাছে যাও চলে যাও i
বলবো না আর তোমায় আমি
আমার খারাপ মনটা নিতে ,
পারবে না আর আমায় তুমি
চলে যেয়ে দুঃক্ষ দিতে i
 
Top