নিজেকে পুরোপুরি মেলে দিতে নেই।
গল্পের কিছু পাতা বাকি থাকতে হয়,
তবেই আগ্রহ জমে থাকে।আকর্ষণ থাকে।
পুরোটা জানা হয়ে গেলে ঘোর কাটতে বেশিদিন লাগেনা।জীবন টাও ঠিক এমনি।
কবার সব জেনে গেলে আর সে মোহ,মায়া থাকেনা। তারপর এক সময় এক ঘেয়েমি হয়ে যায়। জানার আকাঙ্খা হারিয়ে যায়।
জীবন জীবনের গতিতে চলতে থাকে।
আমরা বুঝতেও পারিনা একসময় তীব্র চাওয়া নিয়ে পাওয়া মানুষটার প্রতিও কিভাবে অনুরক্তি হারিয়ে যায়।
ধুলো পরে যাওয়া মলাট করা বইটা যেমন আজীবন আকাঙ্খায় থাকে কেউ তাকে পড়বে হয়তো।
খোলসের ভিতরে থাকা মুক্তাটাও জানে তাকে পাবার আকাঙ্খা কতটা রয়েছে,পেয়ে গেলে মূল্যহীন হবে জানে বলেই লুকিয়ে থাকে খোলসের ভেতর।
নিজেকে এইভাবে লুকিয়ে রাখতে হয় এক সময়।
একটু একটু করে মেলে দিতে হয়।
তারপর এক সময় জীবন পাতা ফুরিয়ে যায়,
তবুও সে মানুষটার রেশ থেকে যায়।
গল্পের কিছু পাতা বাকি থাকতে হয়,
তবেই আগ্রহ জমে থাকে।আকর্ষণ থাকে।
পুরোটা জানা হয়ে গেলে ঘোর কাটতে বেশিদিন লাগেনা।জীবন টাও ঠিক এমনি।
কবার সব জেনে গেলে আর সে মোহ,মায়া থাকেনা। তারপর এক সময় এক ঘেয়েমি হয়ে যায়। জানার আকাঙ্খা হারিয়ে যায়।
জীবন জীবনের গতিতে চলতে থাকে।
আমরা বুঝতেও পারিনা একসময় তীব্র চাওয়া নিয়ে পাওয়া মানুষটার প্রতিও কিভাবে অনুরক্তি হারিয়ে যায়।
ধুলো পরে যাওয়া মলাট করা বইটা যেমন আজীবন আকাঙ্খায় থাকে কেউ তাকে পড়বে হয়তো।
খোলসের ভিতরে থাকা মুক্তাটাও জানে তাকে পাবার আকাঙ্খা কতটা রয়েছে,পেয়ে গেলে মূল্যহীন হবে জানে বলেই লুকিয়ে থাকে খোলসের ভেতর।
নিজেকে এইভাবে লুকিয়ে রাখতে হয় এক সময়।
একটু একটু করে মেলে দিতে হয়।
তারপর এক সময় জীবন পাতা ফুরিয়ে যায়,
তবুও সে মানুষটার রেশ থেকে যায়।