বেশ কয়েকবছর আগের কথা তখন আমি ক্লাস 10 এ পড়ি,হটাৎ একদিন দেখলাম একটি ছেলে আমাদের টিউশন এর একটি মেয়েকে জ্বালাতন করছে তখন এইসব বুঝতাম না মানে যাকে বলে মেয়েদের পিছনে লাগা,এখন বুঝতে পারি ছেলেটা কোনো ভুল করেনি,তো আসল কথাটা হলো বেশ কয়েকবার ছেলেটা এইরকম মেয়েটাকে ফলো করতো বা বা কিছু বলার চেষ্টা করতো,এইরকম একদিন ফলো করার সময় পাড়ার কয়েকজন দাদা মিলে ছেলেটাকে খুব মার মারলো,কিছুদিন পরে জানা গেলো মেয়েটিকে ছেলেটি খুব ভালোবাসতো,কিন্তু মেয়েটি তার ভালোবাসার মর্ম বুঝতে পারেনি যখন বুঝল তখন অনেকটাই দেরি হয়ে গেছে। ছেলেটার কতই বা বয়স হবে আমার থেকে তখন 2 বছরের বড় আমি তখন ক্লাস 10 আর ছেলেটা ক্লাস 12।ছেলেটা দেখতে খারাপ নয়, মাঝারি হাইট ফরসাও খুব একটা নয় তবে ছেলেটা খুবই ভদ্র আর বিনয়ী,আর বেশ স্বাস্থ্যবান বলা যেতে পারে।সে রোজ স্কুল ছুটির পর রাস্তায় গাছের তলায় দাঁড়িয়ে থাকতে রোদ বৃষ্টি উপেক্ষা করেই,তারপর মেয়েটি হটাৎ করেই থানায় গেলো রিপোর্ট করতে যে তাকে ডিস্টার্ব করছে একটি ছেলে,এরপর দুদিন গেলো একদিন মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে,অন্ধকার রাস্তা এবার ছেলেটি মেয়েটির পিছনে ছিল মেয়েটি বুঝতে পারেনি।এবার অন্ধকার রাস্তা থেকে কয়েকজন মদখোর বা মাতাল গোছের লোকজন 5-6 জন বেরিয়ে এসে মেয়েটাকে গালাগাল আরো নোংরা কথা বলতে থাকে,ছেলেটা চুপ ছিল কিছু বলেনি,কিছুক্ষন পর তারা মেয়েটির উপর চড়াও হলে ছেলেটা আর চুপ করে বসে থাকতে পারে না সে হটাৎ করে বেরিয়ে এসে মাতাল গুলোকে মারধর করে মেয়েটিকে বাঁচায় কিন্তু মেয়েটি ছেলেটির দিকে একবারও না তাকিয়ে ধন্যবাদ টুকু না বলেই চলে যায় ছেলেটির আশা ছিল মেয়েটি নিশ্চই তার সাথে দুটো কথা বললে একটু হাসবে,কিন্তু ছেলেটি মনে মনে নিরাশ হয়,এর কিছুদিন পর ছেলেটি আর্মি তে যোগ দিয়ে শ্রীলঙ্কা বর্ডার এ চলে যায়,আর মেয়েটি মনে মনে ভাবে তাকে দেখতে পাওয়া যায় না কেনো এরপর হটাৎ একদিন খবর আসে ছেলেটি মারা গেছে গুলি খেয়ে শত্রুপক্ষের সঙ্গে সঙ্গে লড়াই করতে করতে। শহীদ হয়েছে দেশের জন্যে তখন মেয়েটি তার ভালবাসা অনুভব করতে পারে আর কেঁদে ওঠে বলে ফেলে আমি ভুল করে ফেলেছিলাম আমাকে ক্ষমা করো আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসা। আজও হয়তো ছেলেটি ভুলতে পারেনি মেয়েটিকে মারা গিয়েও কিন্তু তার ভালোবাসা অপূর্ণ থেকে গেলো,এইরকম কত ভালোবাসা অপূর্ণ থেকে যায় তার খেয়াল কে রাখে।