মাঝে মাঝেই সব ছেড়ে বেরিয়ে পড়তে মন করে। দায় দায়িত্বের মাঝে জড়িয়ে পরে পারি না বটে......কিন্তু মন চয় একটা পাহাড়ের চূড়ায় শান্ত সূর্যোদয় দেখতে; বসে থাকব আমি প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে........আর চুপকথারা খুঁজে নেবে দিশা। গাঢ় অন্ধকারের থেকে প্রথম সূর্যরশ্মি পড়বে পাহাড়ের উপর------ সোনায় মোড়া সেই রূপের আলিঙ্গনে শুরু হবে শান্ত দিন।
অথবা এক কোলাহল শান্ত বিকেলে আমি নগ্ন পায়ে বালুকাবেলায় হেঁটে যাব, সমুদ্রের জল এসে সাথে নিয়ে যাবে আমার সব ক্লান্তি; পৌঁছবো যখন দিগন্তের আশেপাশে------- ছুটে এসে জড়িয়ে ধরবে আমার শিশু, অপত্য.........স্নেহের আশ্রয় যে সর্বোচ্চ প্রাপ্তি।
কোন এক ঝিঁঝিঁ ডাকা রাতে অন্ধকার ঘরে বসে শুনব শুধু; অনুভব করব মোহময়তা.......রাত!! সে যে রাণীর মত সেজে আসে; জঙ্গলের যত গন্ধ যত শব্দ সব অনুভূত হবে সেই রাতের মাঝে। চাওয়াটা বোধহয় বড় ছোট্ট নয়!
তবে মাঝে মাঝেই সব ছেড়ে বেরিয়ে পড়তে মন করে..............
অথবা এক কোলাহল শান্ত বিকেলে আমি নগ্ন পায়ে বালুকাবেলায় হেঁটে যাব, সমুদ্রের জল এসে সাথে নিয়ে যাবে আমার সব ক্লান্তি; পৌঁছবো যখন দিগন্তের আশেপাশে------- ছুটে এসে জড়িয়ে ধরবে আমার শিশু, অপত্য.........স্নেহের আশ্রয় যে সর্বোচ্চ প্রাপ্তি।
কোন এক ঝিঁঝিঁ ডাকা রাতে অন্ধকার ঘরে বসে শুনব শুধু; অনুভব করব মোহময়তা.......রাত!! সে যে রাণীর মত সেজে আসে; জঙ্গলের যত গন্ধ যত শব্দ সব অনুভূত হবে সেই রাতের মাঝে। চাওয়াটা বোধহয় বড় ছোট্ট নয়!
তবে মাঝে মাঝেই সব ছেড়ে বেরিয়ে পড়তে মন করে..............
Last edited: