Bose Arun
Favoured Frenzy
****** কাল্পনিক মন *******
পাহাড় ভেঙ্গে পরে সমুদ্রের জলোচ্ছ্বাসে,
পাট ভাঙ্গা শাড়ির পাড় হৃদয়ের পাড়ে
এসে ভাঙ্গে i মনের পাকদণ্ডী বেয়ে
সরীসৃপ আকাশ ছুঁতে চায়..চাঁদ চলে
আসে লেজে ...জীবনের সাপ লুডোতে
মই খুঁজে পায়না মন স্বপ্নের শেষ সীমানায় ,
সুনামি আছড়ে পরে কবিতা লেখার
কল্পনায় i মনে সহস্র দ্বিধা , মাদকাশক্ত
চিন্তা , নরম শরীরের উষ্ণতা খুঁজে পায়
না কবিতা i মনের খাঁজে খাঁজে শ্যাওলা
জমে গেছে , বৃষ্টি ভেজা নীল শাড়ির পাড়ে
পরে আছে কত ছোট ছোট নুরিপাথড়,
আশা , ভালবাসা , মনের আকাঙ্খা গুলো i
তারই মাঝে তোমাকে খুঁজে পেলাম
কাল্পনিক ভালবাসার সিড়ির গোড়ায় ।
তর তর করে বাতাস বয়ে গেল পাহাড়ের
চূড়ায় , কবিতা লেখার খাতার পাতা গুলো
উড়ছে মহা শুন্যে যেখানে বাতাস নেই
তাই সেখানে হৃদয়ের কবিতারা কাল্পনিক নয় ,
পাতা গুলো ভরে যায় কবিতায় কবিতায় i
পড়ে যায় সাপ লুডোর সরীসৃপের মুখে , নেমে
আসে মহা শুন্য থেকে বাতাসের দেশে
বৃষ্টি ভেজা আসমানী শাড়ির পাড়ে i
সেই বৃষ্টি ভেজা আসমানী শাড়িতে এখনো
জড়িয়ে আছে তোমার মন i
পাহাড় ভেঙ্গে পরে সমুদ্রের জলোচ্ছ্বাসে,
পাট ভাঙ্গা শাড়ির পাড় হৃদয়ের পাড়ে
এসে ভাঙ্গে i মনের পাকদণ্ডী বেয়ে
সরীসৃপ আকাশ ছুঁতে চায়..চাঁদ চলে
আসে লেজে ...জীবনের সাপ লুডোতে
মই খুঁজে পায়না মন স্বপ্নের শেষ সীমানায় ,
সুনামি আছড়ে পরে কবিতা লেখার
কল্পনায় i মনে সহস্র দ্বিধা , মাদকাশক্ত
চিন্তা , নরম শরীরের উষ্ণতা খুঁজে পায়
না কবিতা i মনের খাঁজে খাঁজে শ্যাওলা
জমে গেছে , বৃষ্টি ভেজা নীল শাড়ির পাড়ে
পরে আছে কত ছোট ছোট নুরিপাথড়,
আশা , ভালবাসা , মনের আকাঙ্খা গুলো i
তারই মাঝে তোমাকে খুঁজে পেলাম
কাল্পনিক ভালবাসার সিড়ির গোড়ায় ।
তর তর করে বাতাস বয়ে গেল পাহাড়ের
চূড়ায় , কবিতা লেখার খাতার পাতা গুলো
উড়ছে মহা শুন্যে যেখানে বাতাস নেই
তাই সেখানে হৃদয়ের কবিতারা কাল্পনিক নয় ,
পাতা গুলো ভরে যায় কবিতায় কবিতায় i
পড়ে যায় সাপ লুডোর সরীসৃপের মুখে , নেমে
আসে মহা শুন্য থেকে বাতাসের দেশে
বৃষ্টি ভেজা আসমানী শাড়ির পাড়ে i
সেই বৃষ্টি ভেজা আসমানী শাড়িতে এখনো
জড়িয়ে আছে তোমার মন i