Tanvir
Favoured Frenzy
কাঁদবোনা আমি আর কোনদিন,
ফেলবোনা চোখের পানি,
নিরবে যাব ভালোবেসে,
সুখে থেকো তুমি।
হৃদয়ে স্বপ্ন পুষে রেখেছিলাম,
সেই স্বপ্ন ভেঙ্গে দিলে তুমি,
বুঝতে চাইলেনা তুমি,
ভালবাসি তোমাকে কতখানি।
চাঁদের আলোয় মুছে যায় আমার আবেগ,
অশ্রু গুলো লুকিয়ে যায় রাতের আধারে।
আঁধারের মধ্যে দিকে দিকে,
হারাচ্ছি আমি অবশেষে।
সোনার আলোর জন্য হাত বাড়াচ্ছি,
আমার চোখে অশ্রু ঝরছে দিনে দিনে।
আমি দুঃখের গভীরে ছুটে যাচ্ছি,
হারানোর শোকে রয়েছি একা।
দুঃখে ভরা এই জীবন,
আর সইতে পারিনা।
আলোতে মিশে দুঃখ ছুঁয়ে যায়,
কাঁদবোনা আমি হাসবোনা আমি,
জীবনে শুরু হবে নতুন কাহিনী।
ফেলবোনা চোখের পানি,
নিরবে যাব ভালোবেসে,
সুখে থেকো তুমি।
হৃদয়ে স্বপ্ন পুষে রেখেছিলাম,
সেই স্বপ্ন ভেঙ্গে দিলে তুমি,
বুঝতে চাইলেনা তুমি,
ভালবাসি তোমাকে কতখানি।
চাঁদের আলোয় মুছে যায় আমার আবেগ,
অশ্রু গুলো লুকিয়ে যায় রাতের আধারে।
আঁধারের মধ্যে দিকে দিকে,
হারাচ্ছি আমি অবশেষে।
সোনার আলোর জন্য হাত বাড়াচ্ছি,
আমার চোখে অশ্রু ঝরছে দিনে দিনে।
আমি দুঃখের গভীরে ছুটে যাচ্ছি,
হারানোর শোকে রয়েছি একা।
দুঃখে ভরা এই জীবন,
আর সইতে পারিনা।
আলোতে মিশে দুঃখ ছুঁয়ে যায়,
কাঁদবোনা আমি হাসবোনা আমি,
জীবনে শুরু হবে নতুন কাহিনী।