*** কষ্টের রঙ ***
&& &&
কষ্ট রঙে রাঙিয়ে গেছে গাছের পাতা
শীতের কোজাগরী মরশুম, ঝর ঝর।
উদবাস্তু উত্তুরে হাওয়া শিরায় শিরায়,
অবিরাম চাবুকের কষাঘাত।
দিকভ্রান্ত পরিযায়ী পাখি উড়ে চলে
আবাসনের খোঁজে, সবুজ বনানী
হারিয়ে গেছে কুয়াশার ঘোলাটে রঙে।
মনের স্বপ্ন গুলো জুবুথুবু শীত কাতুরে
নক্সী কাথায় ঢেকে রেখেছে মুখগুলো।
নদীগুলো শান্ত মেয়ের মতো নিজেদের
রাঙিয়ে নেয় গোধূলি সূর্যের রক্তিম রঙে।
আমার আঁখি পল্লবে মুক্তোর মতো
জ্বলছে শীতের শিশিরের কান্না, তাই......
ছুটে যেতে চায় মন তোমাকে ছুঁয়ে
একটু উষ্ণ হতে।....
&& &&
কষ্ট রঙে রাঙিয়ে গেছে গাছের পাতা
শীতের কোজাগরী মরশুম, ঝর ঝর।
উদবাস্তু উত্তুরে হাওয়া শিরায় শিরায়,
অবিরাম চাবুকের কষাঘাত।
দিকভ্রান্ত পরিযায়ী পাখি উড়ে চলে
আবাসনের খোঁজে, সবুজ বনানী
হারিয়ে গেছে কুয়াশার ঘোলাটে রঙে।
মনের স্বপ্ন গুলো জুবুথুবু শীত কাতুরে
নক্সী কাথায় ঢেকে রেখেছে মুখগুলো।
নদীগুলো শান্ত মেয়ের মতো নিজেদের
রাঙিয়ে নেয় গোধূলি সূর্যের রক্তিম রঙে।
আমার আঁখি পল্লবে মুক্তোর মতো
জ্বলছে শীতের শিশিরের কান্না, তাই......
ছুটে যেতে চায় মন তোমাকে ছুঁয়ে
একটু উষ্ণ হতে।....