কলকাতার বউবাজারে ভীম চন্দ্র নাগের মিষ্টির দোকানটি বিখ্যাত ৷সেখানে গেলে চোখে পড়বে একটি বিরল ঘড়ি ৷তার ডায়ালে ঘণ্টাগুলি লেখা রয়েছে বাংলায় ৷ঘড়ির সাথে রয়েছে এক বিরল ইতিহাস ৷ঐ দোকানে একবার মিষ্টি খেতে এসেছিলেন বিখ্যাত ঘড়ি কোম্পানি 'কুক অ্যান্ড কেলভি'র বড়সাহেব। ভীম চন্দ্র নাগের মিষ্টি খেয়ে একেবারে মোহিত হলেন তিনি ৷ সাহেব জানতে চাইলেন,এত ভাল মিষ্টি বানাও;এমন বড় দোকানে কোনও ঘড়ি নেই কেন ?
কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ভীম নাগ ৷ কিছুটা লজ্জিত হয়ে মাথা চুলকে বলেছিলেন, 'আজ্ঞে, ঘড়ি কেনা হয়ে ওঠেনি ৷'
তা শুনে সাহেব জানিয়েছিলেন, তিনি খুশী হয়ে এই দোকানে একটা দেওয়াল ঘড়ি উপহার দেবেন ৷
তখন নাগ বাবু 'কুক অ্যান্ড কেলভি'র সাহেবকে জানিয়েছিলেন,তার কর্মচারীরা ইংরেজি পড়তে পারেন না ৷ তাই তিনি অনুরোধ করেন, যদি সেক্ষেত্রে বাংলায় লেখা ঘড়ি দেওয়া হয় তাহলে কর্মচারীদের খুবই সুবিধা হয় ৷
সেদিন মিষ্টি খেয়ে এতটাই খুশী ছিলেন সাহেব যে, তারও ব্যবস্থা হবে বলে জানিয়ে দেন ৷ সেই মত লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল তৈরী হয়ে আসে ৷ সাহেবী শিল্পীর আড়ষ্ট হাতে লেখা হয়েছিল ঐ বাংলায় ডায়াল ৷
সেই ঘড়ি এখনও শোভা পাচ্ছে ভীম নাগের দোকানে ৷ নামটাও বাংলাতেই লেখা।
নিচে লেখা লন্ডন ।
প্রসঙ্গত,'কুক অ্যান্ড কেলভি অব লন্ডন'- এর শুরুটা কিন্তু কলকাতা শহরেই ছিল । 1858 সালে রবার্ট টমাস কুক এবং চার্লস কেলভি প্রতিষ্ঠানটির পত্তন করেন । তখন ঘড়ির কাঠামো আর ডায়াল তৈরী হয়ে আসত ইংল্যান্ডের লন্ডন থেকে ।
কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ভীম নাগ ৷ কিছুটা লজ্জিত হয়ে মাথা চুলকে বলেছিলেন, 'আজ্ঞে, ঘড়ি কেনা হয়ে ওঠেনি ৷'
তা শুনে সাহেব জানিয়েছিলেন, তিনি খুশী হয়ে এই দোকানে একটা দেওয়াল ঘড়ি উপহার দেবেন ৷
তখন নাগ বাবু 'কুক অ্যান্ড কেলভি'র সাহেবকে জানিয়েছিলেন,তার কর্মচারীরা ইংরেজি পড়তে পারেন না ৷ তাই তিনি অনুরোধ করেন, যদি সেক্ষেত্রে বাংলায় লেখা ঘড়ি দেওয়া হয় তাহলে কর্মচারীদের খুবই সুবিধা হয় ৷
সেদিন মিষ্টি খেয়ে এতটাই খুশী ছিলেন সাহেব যে, তারও ব্যবস্থা হবে বলে জানিয়ে দেন ৷ সেই মত লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল তৈরী হয়ে আসে ৷ সাহেবী শিল্পীর আড়ষ্ট হাতে লেখা হয়েছিল ঐ বাংলায় ডায়াল ৷
সেই ঘড়ি এখনও শোভা পাচ্ছে ভীম নাগের দোকানে ৷ নামটাও বাংলাতেই লেখা।
নিচে লেখা লন্ডন ।
প্রসঙ্গত,'কুক অ্যান্ড কেলভি অব লন্ডন'- এর শুরুটা কিন্তু কলকাতা শহরেই ছিল । 1858 সালে রবার্ট টমাস কুক এবং চার্লস কেলভি প্রতিষ্ঠানটির পত্তন করেন । তখন ঘড়ির কাঠামো আর ডায়াল তৈরী হয়ে আসত ইংল্যান্ডের লন্ডন থেকে ।