• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

কলকাতার কথা

Alcyoneus

Epic Legend
Chat Pro User
কলকাতার বউবাজারে ভীম চন্দ্র নাগের মিষ্টির দোকানটি বিখ্যাত ৷সেখানে গেলে চোখে পড়বে একটি বিরল ঘড়ি ৷তার ডায়ালে ঘণ্টাগুলি লেখা রয়েছে বাংলায় ৷ঘড়ির সাথে রয়েছে এক বিরল ইতিহাস ৷ঐ দোকানে একবার মিষ্টি খেতে এসেছিলেন বিখ্যাত ঘড়ি কোম্পানি 'কুক অ্যান্ড কেলভি'র বড়সাহেব। ভীম চন্দ্র নাগের মিষ্টি খেয়ে একেবারে মোহিত হলেন তিনি ৷ সাহেব জানতে চাইলেন,এত ভাল মিষ্টি বানাও;এমন বড় দোকানে কোনও ঘড়ি নেই কেন ?
কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ভীম নাগ ৷ কিছুটা লজ্জিত হয়ে মাথা চুলকে বলেছিলেন, 'আজ্ঞে, ঘড়ি কেনা হয়ে ওঠেনি ৷'
তা শুনে সাহেব জানিয়েছিলেন, তিনি খুশী হয়ে এই দোকানে একটা দেওয়াল ঘড়ি উপহার দেবেন ৷
তখন নাগ বাবু 'কুক অ্যান্ড কেলভি'র সাহেবকে জানিয়েছিলেন,তার কর্মচারীরা ইংরেজি পড়তে পারেন না ৷ তাই তিনি অনুরোধ করেন, যদি সেক্ষেত্রে বাংলায় লেখা ঘড়ি দেওয়া হয় তাহলে কর্মচারীদের খুবই সুবিধা হয় ৷
সেদিন মিষ্টি খেয়ে এতটাই খুশী ছিলেন সাহেব যে, তারও ব্যবস্থা হবে বলে জানিয়ে দেন ৷ সেই মত লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল তৈরী হয়ে আসে ৷ সাহেবী শিল্পীর আড়ষ্ট হাতে লেখা হয়েছিল ঐ বাংলায় ডায়াল ৷
সেই ঘড়ি এখনও শোভা পাচ্ছে ভীম নাগের দোকানে ৷ নামটাও বাংলাতেই লেখা।
নিচে লেখা লন্ডন ।
প্রসঙ্গত,'কুক অ্যান্ড কেলভি অব লন্ডন'- এর শুরুটা কিন্তু কলকাতা শহরেই ছিল । 1858 সালে রবার্ট টমাস কুক এবং চার্লস কেলভি প্রতিষ্ঠানটির পত্তন করেন । তখন ঘড়ির কাঠামো আর ডায়াল তৈরী হয়ে আসত ইংল্যান্ডের লন্ডন থেকে ।
FB_IMG_1697728656281.jpg
 
কলকাতার বউবাজারে ভীম চন্দ্র নাগের মিষ্টির দোকানটি বিখ্যাত ৷সেখানে গেলে চোখে পড়বে একটি বিরল ঘড়ি ৷তার ডায়ালে ঘণ্টাগুলি লেখা রয়েছে বাংলায় ৷ঘড়ির সাথে রয়েছে এক বিরল ইতিহাস ৷ঐ দোকানে একবার মিষ্টি খেতে এসেছিলেন বিখ্যাত ঘড়ি কোম্পানি 'কুক অ্যান্ড কেলভি'র বড়সাহেব। ভীম চন্দ্র নাগের মিষ্টি খেয়ে একেবারে মোহিত হলেন তিনি ৷ সাহেব জানতে চাইলেন,এত ভাল মিষ্টি বানাও;এমন বড় দোকানে কোনও ঘড়ি নেই কেন ?
কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ভীম নাগ ৷ কিছুটা লজ্জিত হয়ে মাথা চুলকে বলেছিলেন, 'আজ্ঞে, ঘড়ি কেনা হয়ে ওঠেনি ৷'
তা শুনে সাহেব জানিয়েছিলেন, তিনি খুশী হয়ে এই দোকানে একটা দেওয়াল ঘড়ি উপহার দেবেন ৷
তখন নাগ বাবু 'কুক অ্যান্ড কেলভি'র সাহেবকে জানিয়েছিলেন,তার কর্মচারীরা ইংরেজি পড়তে পারেন না ৷ তাই তিনি অনুরোধ করেন, যদি সেক্ষেত্রে বাংলায় লেখা ঘড়ি দেওয়া হয় তাহলে কর্মচারীদের খুবই সুবিধা হয় ৷
সেদিন মিষ্টি খেয়ে এতটাই খুশী ছিলেন সাহেব যে, তারও ব্যবস্থা হবে বলে জানিয়ে দেন ৷ সেই মত লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল তৈরী হয়ে আসে ৷ সাহেবী শিল্পীর আড়ষ্ট হাতে লেখা হয়েছিল ঐ বাংলায় ডায়াল ৷
সেই ঘড়ি এখনও শোভা পাচ্ছে ভীম নাগের দোকানে ৷ নামটাও বাংলাতেই লেখা।
নিচে লেখা লন্ডন ।
প্রসঙ্গত,'কুক অ্যান্ড কেলভি অব লন্ডন'- এর শুরুটা কিন্তু কলকাতা শহরেই ছিল । 1858 সালে রবার্ট টমাস কুক এবং চার্লস কেলভি প্রতিষ্ঠানটির পত্তন করেন । তখন ঘড়ির কাঠামো আর ডায়াল তৈরী হয়ে আসত ইংল্যান্ডের লন্ডন থেকে ।
View attachment 173525
Hmmm eta Ami sunechi.....etai Kolkata.... :clapping:
 
কলকাতার বউবাজারে ভীম চন্দ্র নাগের মিষ্টির দোকানটি বিখ্যাত ৷সেখানে গেলে চোখে পড়বে একটি বিরল ঘড়ি ৷তার ডায়ালে ঘণ্টাগুলি লেখা রয়েছে বাংলায় ৷ঘড়ির সাথে রয়েছে এক বিরল ইতিহাস ৷ঐ দোকানে একবার মিষ্টি খেতে এসেছিলেন বিখ্যাত ঘড়ি কোম্পানি 'কুক অ্যান্ড কেলভি'র বড়সাহেব। ভীম চন্দ্র নাগের মিষ্টি খেয়ে একেবারে মোহিত হলেন তিনি ৷ সাহেব জানতে চাইলেন,এত ভাল মিষ্টি বানাও;এমন বড় দোকানে কোনও ঘড়ি নেই কেন ?
কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ভীম নাগ ৷ কিছুটা লজ্জিত হয়ে মাথা চুলকে বলেছিলেন, 'আজ্ঞে, ঘড়ি কেনা হয়ে ওঠেনি ৷'
তা শুনে সাহেব জানিয়েছিলেন, তিনি খুশী হয়ে এই দোকানে একটা দেওয়াল ঘড়ি উপহার দেবেন ৷
তখন নাগ বাবু 'কুক অ্যান্ড কেলভি'র সাহেবকে জানিয়েছিলেন,তার কর্মচারীরা ইংরেজি পড়তে পারেন না ৷ তাই তিনি অনুরোধ করেন, যদি সেক্ষেত্রে বাংলায় লেখা ঘড়ি দেওয়া হয় তাহলে কর্মচারীদের খুবই সুবিধা হয় ৷
সেদিন মিষ্টি খেয়ে এতটাই খুশী ছিলেন সাহেব যে, তারও ব্যবস্থা হবে বলে জানিয়ে দেন ৷ সেই মত লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল তৈরী হয়ে আসে ৷ সাহেবী শিল্পীর আড়ষ্ট হাতে লেখা হয়েছিল ঐ বাংলায় ডায়াল ৷
সেই ঘড়ি এখনও শোভা পাচ্ছে ভীম নাগের দোকানে ৷ নামটাও বাংলাতেই লেখা।
নিচে লেখা লন্ডন ।
প্রসঙ্গত,'কুক অ্যান্ড কেলভি অব লন্ডন'- এর শুরুটা কিন্তু কলকাতা শহরেই ছিল । 1858 সালে রবার্ট টমাস কুক এবং চার্লস কেলভি প্রতিষ্ঠানটির পত্তন করেন । তখন ঘড়ির কাঠামো আর ডায়াল তৈরী হয়ে আসত ইংল্যান্ডের লন্ডন থেকে ।
View attachment 173525
Kolkatar kotha sune valoi laglo nice
 
কলকাতার বউবাজারে ভীম চন্দ্র নাগের মিষ্টির দোকানটি বিখ্যাত ৷সেখানে গেলে চোখে পড়বে একটি বিরল ঘড়ি ৷তার ডায়ালে ঘণ্টাগুলি লেখা রয়েছে বাংলায় ৷ঘড়ির সাথে রয়েছে এক বিরল ইতিহাস ৷ঐ দোকানে একবার মিষ্টি খেতে এসেছিলেন বিখ্যাত ঘড়ি কোম্পানি 'কুক অ্যান্ড কেলভি'র বড়সাহেব। ভীম চন্দ্র নাগের মিষ্টি খেয়ে একেবারে মোহিত হলেন তিনি ৷ সাহেব জানতে চাইলেন,এত ভাল মিষ্টি বানাও;এমন বড় দোকানে কোনও ঘড়ি নেই কেন ?
কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ভীম নাগ ৷ কিছুটা লজ্জিত হয়ে মাথা চুলকে বলেছিলেন, 'আজ্ঞে, ঘড়ি কেনা হয়ে ওঠেনি ৷'
তা শুনে সাহেব জানিয়েছিলেন, তিনি খুশী হয়ে এই দোকানে একটা দেওয়াল ঘড়ি উপহার দেবেন ৷
তখন নাগ বাবু 'কুক অ্যান্ড কেলভি'র সাহেবকে জানিয়েছিলেন,তার কর্মচারীরা ইংরেজি পড়তে পারেন না ৷ তাই তিনি অনুরোধ করেন, যদি সেক্ষেত্রে বাংলায় লেখা ঘড়ি দেওয়া হয় তাহলে কর্মচারীদের খুবই সুবিধা হয় ৷
সেদিন মিষ্টি খেয়ে এতটাই খুশী ছিলেন সাহেব যে, তারও ব্যবস্থা হবে বলে জানিয়ে দেন ৷ সেই মত লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল তৈরী হয়ে আসে ৷ সাহেবী শিল্পীর আড়ষ্ট হাতে লেখা হয়েছিল ঐ বাংলায় ডায়াল ৷
সেই ঘড়ি এখনও শোভা পাচ্ছে ভীম নাগের দোকানে ৷ নামটাও বাংলাতেই লেখা।
নিচে লেখা লন্ডন ।
প্রসঙ্গত,'কুক অ্যান্ড কেলভি অব লন্ডন'- এর শুরুটা কিন্তু কলকাতা শহরেই ছিল । 1858 সালে রবার্ট টমাস কুক এবং চার্লস কেলভি প্রতিষ্ঠানটির পত্তন করেন । তখন ঘড়ির কাঠামো আর ডায়াল তৈরী হয়ে আসত ইংল্যান্ডের লন্ডন থেকে ।
View attachment 173525
খুব সুন্দর
 
কলকাতার বউবাজারে ভীম চন্দ্র নাগের মিষ্টির দোকানটি বিখ্যাত ৷সেখানে গেলে চোখে পড়বে একটি বিরল ঘড়ি ৷তার ডায়ালে ঘণ্টাগুলি লেখা রয়েছে বাংলায় ৷ঘড়ির সাথে রয়েছে এক বিরল ইতিহাস ৷ঐ দোকানে একবার মিষ্টি খেতে এসেছিলেন বিখ্যাত ঘড়ি কোম্পানি 'কুক অ্যান্ড কেলভি'র বড়সাহেব। ভীম চন্দ্র নাগের মিষ্টি খেয়ে একেবারে মোহিত হলেন তিনি ৷ সাহেব জানতে চাইলেন,এত ভাল মিষ্টি বানাও;এমন বড় দোকানে কোনও ঘড়ি নেই কেন ?
কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ভীম নাগ ৷ কিছুটা লজ্জিত হয়ে মাথা চুলকে বলেছিলেন, 'আজ্ঞে, ঘড়ি কেনা হয়ে ওঠেনি ৷'
তা শুনে সাহেব জানিয়েছিলেন, তিনি খুশী হয়ে এই দোকানে একটা দেওয়াল ঘড়ি উপহার দেবেন ৷
তখন নাগ বাবু 'কুক অ্যান্ড কেলভি'র সাহেবকে জানিয়েছিলেন,তার কর্মচারীরা ইংরেজি পড়তে পারেন না ৷ তাই তিনি অনুরোধ করেন, যদি সেক্ষেত্রে বাংলায় লেখা ঘড়ি দেওয়া হয় তাহলে কর্মচারীদের খুবই সুবিধা হয় ৷
সেদিন মিষ্টি খেয়ে এতটাই খুশী ছিলেন সাহেব যে, তারও ব্যবস্থা হবে বলে জানিয়ে দেন ৷ সেই মত লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল তৈরী হয়ে আসে ৷ সাহেবী শিল্পীর আড়ষ্ট হাতে লেখা হয়েছিল ঐ বাংলায় ডায়াল ৷
সেই ঘড়ি এখনও শোভা পাচ্ছে ভীম নাগের দোকানে ৷ নামটাও বাংলাতেই লেখা।
নিচে লেখা লন্ডন ।
প্রসঙ্গত,'কুক অ্যান্ড কেলভি অব লন্ডন'- এর শুরুটা কিন্তু কলকাতা শহরেই ছিল । 1858 সালে রবার্ট টমাস কুক এবং চার্লস কেলভি প্রতিষ্ঠানটির পত্তন করেন । তখন ঘড়ির কাঠামো আর ডায়াল তৈরী হয়ে আসত ইংল্যান্ডের লন্ডন থেকে ।
View attachment 173525
উত্তর কলকাতা ইজ টুরু লাব
 
কলকাতার বউবাজারে ভীম চন্দ্র নাগের মিষ্টির দোকানটি বিখ্যাত ৷সেখানে গেলে চোখে পড়বে একটি বিরল ঘড়ি ৷তার ডায়ালে ঘণ্টাগুলি লেখা রয়েছে বাংলায় ৷ঘড়ির সাথে রয়েছে এক বিরল ইতিহাস ৷ঐ দোকানে একবার মিষ্টি খেতে এসেছিলেন বিখ্যাত ঘড়ি কোম্পানি 'কুক অ্যান্ড কেলভি'র বড়সাহেব। ভীম চন্দ্র নাগের মিষ্টি খেয়ে একেবারে মোহিত হলেন তিনি ৷ সাহেব জানতে চাইলেন,এত ভাল মিষ্টি বানাও;এমন বড় দোকানে কোনও ঘড়ি নেই কেন ?
কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ভীম নাগ ৷ কিছুটা লজ্জিত হয়ে মাথা চুলকে বলেছিলেন, 'আজ্ঞে, ঘড়ি কেনা হয়ে ওঠেনি ৷'
তা শুনে সাহেব জানিয়েছিলেন, তিনি খুশী হয়ে এই দোকানে একটা দেওয়াল ঘড়ি উপহার দেবেন ৷
তখন নাগ বাবু 'কুক অ্যান্ড কেলভি'র সাহেবকে জানিয়েছিলেন,তার কর্মচারীরা ইংরেজি পড়তে পারেন না ৷ তাই তিনি অনুরোধ করেন, যদি সেক্ষেত্রে বাংলায় লেখা ঘড়ি দেওয়া হয় তাহলে কর্মচারীদের খুবই সুবিধা হয় ৷
সেদিন মিষ্টি খেয়ে এতটাই খুশী ছিলেন সাহেব যে, তারও ব্যবস্থা হবে বলে জানিয়ে দেন ৷ সেই মত লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল তৈরী হয়ে আসে ৷ সাহেবী শিল্পীর আড়ষ্ট হাতে লেখা হয়েছিল ঐ বাংলায় ডায়াল ৷
সেই ঘড়ি এখনও শোভা পাচ্ছে ভীম নাগের দোকানে ৷ নামটাও বাংলাতেই লেখা।
নিচে লেখা লন্ডন ।
প্রসঙ্গত,'কুক অ্যান্ড কেলভি অব লন্ডন'- এর শুরুটা কিন্তু কলকাতা শহরেই ছিল । 1858 সালে রবার্ট টমাস কুক এবং চার্লস কেলভি প্রতিষ্ঠানটির পত্তন করেন । তখন ঘড়ির কাঠামো আর ডায়াল তৈরী হয়ে আসত ইংল্যান্ডের লন্ডন থেকে ।
View attachment 173525
Darun ... pore gyan barlo ...
 
Top