* একটি লেখার কমেন্টের তরজা **
অরুন --- স্বপ্না তুমি দুষ্টু মেয়ে
পড়ে আছো মেঘের শাড়ি,
সবাই বসে তোমার আশায়
তুমি কেন করলে আড়ি i
স্বপ্না --- লিখতে নাহি জানি,
ধরেছি কলমখানি ,
কিছু ভুল হলে
দেখিয়ে দিও একটুখানি i
অরুন ---- তুমি খুব মিষ্টি মেয়ে
তোমায় দেব কল্পনা,
তুমি আঁকবে তোমার স্বপ্ন
কবিতার আল্পনা i
স্বপ্না --- মিষ্টি বলে কষ্টে আছি ভারী,
কল্পনাতে দিও, আমার স্বপ্নে পাড়ি i
অরুন --- কল্পনাতে তুমি আমার
স্বপ্ন হয়ে থেকো,
তোমার মনে আমায় তুমি
একটুখানি রেখো i
স্বপ্না--- বনের ময়ুরী আমি
ছন্দে ছন্দে নাচি,
তুমি যদি নাও গো আমায়
আমি যে গো বাচি i
অরুন --- তুমি হলে ঝিনুক বুকে
মুক্তো আমার মনে,
তোমায় নিয়ে উড়ে যাব
দারুচিনি বনে i
স্বপ্না-- আমি নইতো, মুক্তো ঝিনুক বুকে
ক্ষুদ্র একটি মেয়ে,
তুমি আমায় ভালবাস
সব কিছুর চেয়ে ?
অরুন -- তুমি আমার দুষ্টু সোনা
তোমায় ভালবাসি ,
তাইতো আমি সব ছেড়ে
তোমার কাছে আসি i
স্বপ্না --- আহারে, এই দিলেতো লজ্জা,
তোমার জন্য পাতা আছে
স্বপ্ন বাসর শয্যা i
***********************
অরুন --- স্বপ্না তুমি দুষ্টু মেয়ে
পড়ে আছো মেঘের শাড়ি,
সবাই বসে তোমার আশায়
তুমি কেন করলে আড়ি i
স্বপ্না --- লিখতে নাহি জানি,
ধরেছি কলমখানি ,
কিছু ভুল হলে
দেখিয়ে দিও একটুখানি i
অরুন ---- তুমি খুব মিষ্টি মেয়ে
তোমায় দেব কল্পনা,
তুমি আঁকবে তোমার স্বপ্ন
কবিতার আল্পনা i
স্বপ্না --- মিষ্টি বলে কষ্টে আছি ভারী,
কল্পনাতে দিও, আমার স্বপ্নে পাড়ি i
অরুন --- কল্পনাতে তুমি আমার
স্বপ্ন হয়ে থেকো,
তোমার মনে আমায় তুমি
একটুখানি রেখো i
স্বপ্না--- বনের ময়ুরী আমি
ছন্দে ছন্দে নাচি,
তুমি যদি নাও গো আমায়
আমি যে গো বাচি i
অরুন --- তুমি হলে ঝিনুক বুকে
মুক্তো আমার মনে,
তোমায় নিয়ে উড়ে যাব
দারুচিনি বনে i
স্বপ্না-- আমি নইতো, মুক্তো ঝিনুক বুকে
ক্ষুদ্র একটি মেয়ে,
তুমি আমায় ভালবাস
সব কিছুর চেয়ে ?
অরুন -- তুমি আমার দুষ্টু সোনা
তোমায় ভালবাসি ,
তাইতো আমি সব ছেড়ে
তোমার কাছে আসি i
স্বপ্না --- আহারে, এই দিলেতো লজ্জা,
তোমার জন্য পাতা আছে
স্বপ্ন বাসর শয্যা i
***********************
Last edited: