***** সোনার হরিণ******
কবিতা লিখবো ভাবতে গিয়ে
চোখে ঘনায় আঁধার,
মাথার ভেতর ওলোট পালোট
সবই যেন নিরাকার .।
তবু দেখি চেষ্টা করে
কবিতার পায় ধরে,
পারি যদি বাহু পাশে আটকাতে
ধরা দিতে দিতে পালায় অধরা
নিটোল হাতের ঝটকাতে.।
কি করি উপায় পিছু পিছু ছুটি
সোনার হরিণ হেসে লুটোপুটি,
মদীর কন্ঠে করে ডাকা ডাকি
ভাবে যদি ফের নাচি,
কবিতা লেখা মাথায় থাকুক
ছেড়ে দে মা কেঁদে বাচি……….
********
কবিতা লিখবো ভাবতে গিয়ে
চোখে ঘনায় আঁধার,
মাথার ভেতর ওলোট পালোট
সবই যেন নিরাকার .।
তবু দেখি চেষ্টা করে
কবিতার পায় ধরে,
পারি যদি বাহু পাশে আটকাতে
ধরা দিতে দিতে পালায় অধরা
নিটোল হাতের ঝটকাতে.।
কি করি উপায় পিছু পিছু ছুটি
সোনার হরিণ হেসে লুটোপুটি,
মদীর কন্ঠে করে ডাকা ডাকি
ভাবে যদি ফের নাচি,
কবিতা লেখা মাথায় থাকুক
ছেড়ে দে মা কেঁদে বাচি……….
********