Day_Dreamer
Favoured Frenzy
সন্ধ্যার আলেয়া ঘেরা অচীন ঝালোরে
আগুনের আঁচ , আঁচের আগুনে পুড়ে যায় -
কতো ফিকে ছবির উজ্জ্বল দিপ্তরাগ
যতো শুনি, তার স্বর -
তারাদের দল ডুবে যায় মায়াময় ভবঘুমে
যা পরে থাকে, ধূসর ছাঁই -
আর নীচের ঠোঁটের কালো তিল
সেই হোমে নামে, দেবতার ওম
সব নিভে যায়, ছারখার হয়ে যায়
তার বাদামি চোখের কাঞ্চন প্রলাপে..
আগুনের আঁচ , আঁচের আগুনে পুড়ে যায় -
কতো ফিকে ছবির উজ্জ্বল দিপ্তরাগ
যতো শুনি, তার স্বর -
তারাদের দল ডুবে যায় মায়াময় ভবঘুমে
যা পরে থাকে, ধূসর ছাঁই -
আর নীচের ঠোঁটের কালো তিল
সেই হোমে নামে, দেবতার ওম
সব নিভে যায়, ছারখার হয়ে যায়
তার বাদামি চোখের কাঞ্চন প্রলাপে..