• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

কবিতা ২ (পরিচিতা)

Day_Dreamer

Favoured Frenzy


বর্ষার শেষ অমলিন ফোঁটায় থাকে যে ঘ্রাণ, -
বকুলের বন হতে তোমার গন্ধ খুঁজেছি সেখানে
মরা শালিকের ডানার হলুদের মতো জুলাইয়ের বিকেল
আমি হেঁটে গেছি,
বয়ে গেছি - জলরাশির সিলুয়েট পেরিয়ে

শেষ ঝড়ের রাতের বার্তা দিয়েছিল আমায় - যে মেয়ে
তাকে আমি পরিচিতা বলে চিনি,
উদীয়মান আষাঢ়ে সন্ধ্যার দীর্ঘশ্বাস, বুকে এঁকেছিল -
কালবৈশাখীর পাণ্ডুলিপি,
সে মেয়ে আজ কই
পলাশের বনে, শিমুলের বনে, যে বিছিয়ে দিতো -
অমলিন পলাতক শেষ রোদ্দুর

আজ সেই রোদ্দুর নেই, শুধু আছে মেঘমল্লার -
বেদনার তপ্ত রাগ, বেঁধে রাখা সুপ্ত যৌবন আর্ বর্ষায় ভেজা জোনাকি
নবজাত ঊষার প্রথম আলোকে , অন্তিম জলবিন্দুর প্রতিবিম্ব -
তোমার চোখের কালোতে শুকিয়েছে
এসো পরিচিতা..
এক শয্যায়, মৃত্যুর সমাগমে, চিরবসন্তের আয়োজন আজ
 

Attachments

  • FB_IMG_1690171886259.jpg
    FB_IMG_1690171886259.jpg
    45.7 KB · Views: 2
বর্ষার শেষ অমলিন ফোঁটায় থাকে যে ঘ্রাণ, -
বকুলের বন হতে তোমার গন্ধ খুঁজেছি সেখানে
মরা শালিকের ডানার হলুদের মতো জুলাইয়ের বিকেল
আমি হেঁটে গেছি,
বয়ে গেছি - জলরাশির সিলুয়েট পেরিয়ে

শেষ ঝড়ের রাতের বার্তা দিয়েছিল আমায় - যে মেয়ে
তাকে আমি পরিচিতা বলে চিনি,
উদীয়মান আষাঢ়ে সন্ধ্যার দীর্ঘশ্বাস, বুকে এঁকেছিল -
কালবৈশাখীর পাণ্ডুলিপি,
সে মেয়ে আজ কই
পলাশের বনে, শিমুলের বনে, যে বিছিয়ে দিতো -
অমলিন পলাতক শেষ রোদ্দুর

আজ সেই রোদ্দুর নেই, শুধু আছে মেঘমল্লার -
বেদনার তপ্ত রাগ, বেঁধে রাখা সুপ্ত যৌবন আর্ বর্ষায় ভেজা জোনাকি
নবজাত ঊষার প্রথম আলোকে , অন্তিম জলবিন্দুর প্রতিবিম্ব -
তোমার চোখের কালোতে শুকিয়েছে
এসো পরিচিতা..
এক শয্যায়, মৃত্যুর সমাগমে, চিরবসন্তের আয়োজন আজ
Opurbo opurbo .... ekta chomotkar kobita porlam ... monta vore gelo ...
 
বর্ষার শেষ অমলিন ফোঁটায় থাকে যে ঘ্রাণ, -
বকুলের বন হতে তোমার গন্ধ খুঁজেছি সেখানে
মরা শালিকের ডানার হলুদের মতো জুলাইয়ের বিকেল
আমি হেঁটে গেছি,
বয়ে গেছি - জলরাশির সিলুয়েট পেরিয়ে

শেষ ঝড়ের রাতের বার্তা দিয়েছিল আমায় - যে মেয়ে
তাকে আমি পরিচিতা বলে চিনি,
উদীয়মান আষাঢ়ে সন্ধ্যার দীর্ঘশ্বাস, বুকে এঁকেছিল -
কালবৈশাখীর পাণ্ডুলিপি,
সে মেয়ে আজ কই
পলাশের বনে, শিমুলের বনে, যে বিছিয়ে দিতো -
অমলিন পলাতক শেষ রোদ্দুর

আজ সেই রোদ্দুর নেই, শুধু আছে মেঘমল্লার -
বেদনার তপ্ত রাগ, বেঁধে রাখা সুপ্ত যৌবন আর্ বর্ষায় ভেজা জোনাকি
নবজাত ঊষার প্রথম আলোকে , অন্তিম জলবিন্দুর প্রতিবিম্ব -
তোমার চোখের কালোতে শুকিয়েছে
এসো পরিচিতা..
এক শয্যায়, মৃত্যুর সমাগমে, চিরবসন্তের আয়োজন আজ
অন্ধ বিশ্বাস খোঁজে—সেই মুখটাকে
অজস্র মুখের ভিড়ে—শুধু খুঁজেছি
পেয়েছি অনেক মুখ থেকে মুখরা
পাইনি শুধু ঐ সন্ধানী মুখটা।
যাকে আমি জানি আমার পরিচিতা বলে
 
অন্ধ বিশ্বাস খোঁজে—সেই মুখটাকে
অজস্র মুখের ভিড়ে—শুধু খুঁজেছি
পেয়েছি অনেক মুক থেকে মুখরা
পাইনি শুধু ঐ সন্ধানী মুখটা।
যাকে আমি জানি আমার পরিচিতা বলে
সুন্দর.. Dylan er "farewell angelina" শোনো
 
বর্ষার শেষ অমলিন ফোঁটায় থাকে যে ঘ্রাণ, -
বকুলের বন হতে তোমার গন্ধ খুঁজেছি সেখানে
মরা শালিকের ডানার হলুদের মতো জুলাইয়ের বিকেল
আমি হেঁটে গেছি,
বয়ে গেছি - জলরাশির সিলুয়েট পেরিয়ে

শেষ ঝড়ের রাতের বার্তা দিয়েছিল আমায় - যে মেয়ে
তাকে আমি পরিচিতা বলে চিনি,
উদীয়মান আষাঢ়ে সন্ধ্যার দীর্ঘশ্বাস, বুকে এঁকেছিল -
কালবৈশাখীর পাণ্ডুলিপি,
সে মেয়ে আজ কই
পলাশের বনে, শিমুলের বনে, যে বিছিয়ে দিতো -
অমলিন পলাতক শেষ রোদ্দুর

আজ সেই রোদ্দুর নেই, শুধু আছে মেঘমল্লার -
বেদনার তপ্ত রাগ, বেঁধে রাখা সুপ্ত যৌবন আর্ বর্ষায় ভেজা জোনাকি
নবজাত ঊষার প্রথম আলোকে , অন্তিম জলবিন্দুর প্রতিবিম্ব -
তোমার চোখের কালোতে শুকিয়েছে
এসো পরিচিতা..
এক শয্যায়, মৃত্যুর সমাগমে, চিরবসন্তের আয়োজন আজ
Nice
 
বর্ষার শেষ অমলিন ফোঁটায় থাকে যে ঘ্রাণ, -
বকুলের বন হতে তোমার গন্ধ খুঁজেছি সেখানে
মরা শালিকের ডানার হলুদের মতো জুলাইয়ের বিকেল
আমি হেঁটে গেছি,
বয়ে গেছি - জলরাশির সিলুয়েট পেরিয়ে

শেষ ঝড়ের রাতের বার্তা দিয়েছিল আমায় - যে মেয়ে
তাকে আমি পরিচিতা বলে চিনি,
উদীয়মান আষাঢ়ে সন্ধ্যার দীর্ঘশ্বাস, বুকে এঁকেছিল -
কালবৈশাখীর পাণ্ডুলিপি,
সে মেয়ে আজ কই
পলাশের বনে, শিমুলের বনে, যে বিছিয়ে দিতো -
অমলিন পলাতক শেষ রোদ্দুর

আজ সেই রোদ্দুর নেই, শুধু আছে মেঘমল্লার -
বেদনার তপ্ত রাগ, বেঁধে রাখা সুপ্ত যৌবন আর্ বর্ষায় ভেজা জোনাকি
নবজাত ঊষার প্রথম আলোকে , অন্তিম জলবিন্দুর প্রতিবিম্ব -
তোমার চোখের কালোতে শুকিয়েছে
এসো পরিচিতা..
এক শয্যায়, মৃত্যুর সমাগমে, চিরবসন্তের আয়োজন আজ
Oshadharon ❤️
 
Top