Day_Dreamer
Favoured Frenzy
বর্ষার শেষ অমলিন ফোঁটায় থাকে যে ঘ্রাণ, -
বকুলের বন হতে তোমার গন্ধ খুঁজেছি সেখানে
মরা শালিকের ডানার হলুদের মতো জুলাইয়ের বিকেল
আমি হেঁটে গেছি,
বয়ে গেছি - জলরাশির সিলুয়েট পেরিয়ে
শেষ ঝড়ের রাতের বার্তা দিয়েছিল আমায় - যে মেয়ে
তাকে আমি পরিচিতা বলে চিনি,
উদীয়মান আষাঢ়ে সন্ধ্যার দীর্ঘশ্বাস, বুকে এঁকেছিল -
কালবৈশাখীর পাণ্ডুলিপি,
সে মেয়ে আজ কই
পলাশের বনে, শিমুলের বনে, যে বিছিয়ে দিতো -
অমলিন পলাতক শেষ রোদ্দুর
আজ সেই রোদ্দুর নেই, শুধু আছে মেঘমল্লার -
বেদনার তপ্ত রাগ, বেঁধে রাখা সুপ্ত যৌবন আর্ বর্ষায় ভেজা জোনাকি
নবজাত ঊষার প্রথম আলোকে , অন্তিম জলবিন্দুর প্রতিবিম্ব -
তোমার চোখের কালোতে শুকিয়েছে
এসো পরিচিতা..
এক শয্যায়, মৃত্যুর সমাগমে, চিরবসন্তের আয়োজন আজ