Day_Dreamer
Favoured Frenzy
তুমি বরং মেঘ হয়ো,
ছড়িয়ে দিও চাতক প্রাণে অমলীন উন্মাদনা
তুমি বরং স্লিপিং পিল হয়ো,
স্বপ্নেরা সব আমৃত্যু ঘুমের স্বর্গে.. উড়ে যাক না
তুমি বরং রং হয়ো,
সাদা কালোর এই ক্যানভাসে সনাতনীর পটচিত্র
তুমি বরং তৃণ হয়ো,
মরীচিকার বুকে ওয়েসিস হয়ে সাজিও হরিৎক্ষেত্র
তুমি বরং কৃষ্ণগহ্বর হয়ো,
আলোকধেনু মন অবিরাম পাক খেয়ে যাক তোমার পরিধিতে
তুমি বরং শিউলি হয়ো,
এই বক্ষ মাঝে ঝড়ে পরো ,শীতের নিকষ রাতের নিরালাতে
তুমি বরং গ্রিটিংস কার্ড হয়ো,
মুখ চাওয়া চাওয়ি, না হওয়া পরিচয়
তুমি বরং তিস্তা হয়ো,
নির্ঝরের স্রোতে ভাসিও আমার দার্জিলিং হৃদয়..
তুমি বরং কাগজ হয়ো,
অবিরাম ঘুরে ফিরে, ধুঁকে ধুঁকে যায় কাব্যে
তুমি বরং তুমিই হয়ো,
দিশেহারা প্রাণ ছুঁটে চলে যায় তোমার গন্তব্যে..
ছড়িয়ে দিও চাতক প্রাণে অমলীন উন্মাদনা
তুমি বরং স্লিপিং পিল হয়ো,
স্বপ্নেরা সব আমৃত্যু ঘুমের স্বর্গে.. উড়ে যাক না
তুমি বরং রং হয়ো,
সাদা কালোর এই ক্যানভাসে সনাতনীর পটচিত্র
তুমি বরং তৃণ হয়ো,
মরীচিকার বুকে ওয়েসিস হয়ে সাজিও হরিৎক্ষেত্র
তুমি বরং কৃষ্ণগহ্বর হয়ো,
আলোকধেনু মন অবিরাম পাক খেয়ে যাক তোমার পরিধিতে
তুমি বরং শিউলি হয়ো,
এই বক্ষ মাঝে ঝড়ে পরো ,শীতের নিকষ রাতের নিরালাতে
তুমি বরং গ্রিটিংস কার্ড হয়ো,
মুখ চাওয়া চাওয়ি, না হওয়া পরিচয়
তুমি বরং তিস্তা হয়ো,
নির্ঝরের স্রোতে ভাসিও আমার দার্জিলিং হৃদয়..
তুমি বরং কাগজ হয়ো,
অবিরাম ঘুরে ফিরে, ধুঁকে ধুঁকে যায় কাব্যে
তুমি বরং তুমিই হয়ো,
দিশেহারা প্রাণ ছুঁটে চলে যায় তোমার গন্তব্যে..