Marcus75
Newbie
চলে যাচ্ছ তৃয়া ?
না, আজ আর আটকাবো না
কিন্তু ওই কাজলনয়না মুখ কোনোদিন
ভুলতেও পারবো না।
যদি একটু সময় থাকে
ফিরে শুধু তাকিও
আঁখির টানে প্রাণ মম তুমি
হরণ করে নিও।
যদি আর একটু সময় থাকে
গান একটা শুনিও
গানের প্রান্তে আরো একবার
বিদায়, বলে নিও।
যদি আর একটু ;
না, আর তো সময় নেই
স্বপ্ন না কি
সত্যি তুমি, ঝাপসা স্মৃতি থেকেই।
না, আজ আর আটকাবো না
কিন্তু ওই কাজলনয়না মুখ কোনোদিন
ভুলতেও পারবো না।
যদি একটু সময় থাকে
ফিরে শুধু তাকিও
আঁখির টানে প্রাণ মম তুমি
হরণ করে নিও।
যদি আর একটু সময় থাকে
গান একটা শুনিও
গানের প্রান্তে আরো একবার
বিদায়, বলে নিও।
যদি আর একটু ;
না, আর তো সময় নেই
স্বপ্ন না কি
সত্যি তুমি, ঝাপসা স্মৃতি থেকেই।