Day_Dreamer
Favoured Frenzy
যেন শীতের কাছে বন্দক রাখা -
হাতঘড়ি ছিঁড়ে বেরিয়ে আসতে চায় সাবলীল চিৎকার,
একটা বৃষ্টি-রাত, একটা নীল রুমাল
দুটো ঝা চকচকে চোখে -
স্পষ্ট দেখতে পাই, উচ্ছিষ্ট কুড়িয়ে কুড়িয়ে ঘুমিয়ে -
ঘাসফড়িংয়ের গলার স্বরের মতো কোমল শরীরে -
জমাট বেঁধেছে মৃত্যু-শিকড়,
যা দেখি, যা দেখতে চাই...
চোখের কালি মুছে,
চোখ বুজলে,
অন্ধকার
চোখ খুললে,
নিষিদ্ধপল্লীর একা পেঁচার ডাকা বিভীষিকা..
হাতঘড়ি ছিঁড়ে বেরিয়ে আসতে চায় সাবলীল চিৎকার,
একটা বৃষ্টি-রাত, একটা নীল রুমাল
দুটো ঝা চকচকে চোখে -
স্পষ্ট দেখতে পাই, উচ্ছিষ্ট কুড়িয়ে কুড়িয়ে ঘুমিয়ে -
ঘাসফড়িংয়ের গলার স্বরের মতো কোমল শরীরে -
জমাট বেঁধেছে মৃত্যু-শিকড়,
যা দেখি, যা দেখতে চাই...
চোখের কালি মুছে,
চোখ বুজলে,
অন্ধকার
চোখ খুললে,
নিষিদ্ধপল্লীর একা পেঁচার ডাকা বিভীষিকা..