Marcus75
Newbie
সেই সন্ধ্যায় কী যেন
এক অদ্ভুত মায়াবী আচ্ছন্নতায় হারিয়ে গিয়ে
একদৃষ্টে তাকিয়েছিলাম তোমার ঐ
চোখের দিকে
হঠাৎ স্যারের ক্রোধের শিখা
এগিয়ে এলো আমার দিকে
পড়া না পারায় স্যারের কথায়
হতে হয়েছিল নিলডাউন
তখন তোমার মুচকি হাসি
বানিয়ে দিলো আমায় ক্লাউন
পরের দিনে হঠাৎ তোমার
মায়াবী ওই কণ্ঠস্বর
মনে তখন
তুলছিলো এক ওলটপালট করার ঝড় ।
রোজ রাতের ওই ১১:১০
ফোনটা বেজে উঠতো নোটিফিকেশনের শব্দে
কী জানি ওই রাতগুলো সব হারাতো কোন অব্দে ?
তারপরেতে হঠাৎ আবার কোনো এক মায়াবী সন্ধ্যায়
তোমার বলা কথারা সব হারিয়ে গেলো কোথায়
হয়তো মৃত শালিকের ডানা লাপুটার স্বপ্ন দেখে যেথায়
হঠাৎ দেখি আবারও এক সুরঞ্জনার মতো
আমার হৃদয়ে তখন তুমি জ্বলন্ত এক ক্ষত
আবার কোন এক আমাকে
বলছিলে তুমি, ভালোবাসা নাকি চিরন্তন
তখন আমার সঙ্গী-সাথী একলা ওই ঘরের কোণ
যদি জানতেই ভালোবাসতে পারবে না
তাহলে কেনো শুনিয়েছিলে ভালোবাসার ওই মিথ্যা কথা
সেদিন হাতটা না ছাড়লে
বলতামই না এত কথা।
এখনও সেই সন্ধ্যা যেনো জীবন্ত এক বিভীষিকা
এখন রাতের ১১:১০
আমি এখন ভীষন একা।
এক অদ্ভুত মায়াবী আচ্ছন্নতায় হারিয়ে গিয়ে
একদৃষ্টে তাকিয়েছিলাম তোমার ঐ
চোখের দিকে
হঠাৎ স্যারের ক্রোধের শিখা
এগিয়ে এলো আমার দিকে
পড়া না পারায় স্যারের কথায়
হতে হয়েছিল নিলডাউন
তখন তোমার মুচকি হাসি
বানিয়ে দিলো আমায় ক্লাউন
পরের দিনে হঠাৎ তোমার
মায়াবী ওই কণ্ঠস্বর
মনে তখন
তুলছিলো এক ওলটপালট করার ঝড় ।
রোজ রাতের ওই ১১:১০
ফোনটা বেজে উঠতো নোটিফিকেশনের শব্দে
কী জানি ওই রাতগুলো সব হারাতো কোন অব্দে ?
তারপরেতে হঠাৎ আবার কোনো এক মায়াবী সন্ধ্যায়
তোমার বলা কথারা সব হারিয়ে গেলো কোথায়
হয়তো মৃত শালিকের ডানা লাপুটার স্বপ্ন দেখে যেথায়
হঠাৎ দেখি আবারও এক সুরঞ্জনার মতো
আমার হৃদয়ে তখন তুমি জ্বলন্ত এক ক্ষত
আবার কোন এক আমাকে
বলছিলে তুমি, ভালোবাসা নাকি চিরন্তন
তখন আমার সঙ্গী-সাথী একলা ওই ঘরের কোণ
যদি জানতেই ভালোবাসতে পারবে না
তাহলে কেনো শুনিয়েছিলে ভালোবাসার ওই মিথ্যা কথা
সেদিন হাতটা না ছাড়লে
বলতামই না এত কথা।
এখনও সেই সন্ধ্যা যেনো জীবন্ত এক বিভীষিকা
এখন রাতের ১১:১০
আমি এখন ভীষন একা।