***** কবিতার ছুটি *****
জীবনের সুন্দর আর মিষ্টি
মুহুর্তগুলো হাতের মুঠোয় ধরা
বৃষ্টির জলের মতো মাটিতে
পরে যায় , মুঠো হয়ে যায় শুন্য।
গদ্যময় জীবনে কবিতার ছন্দ গুলোও
হারিয়ে যায় কঠিন বাস্তবের হাতুরীর
ঘায়ে। ক্ষুধার্ত চোখ খুঁজে বেড়ায়
কবিতাকে ঝলসানো রুটির মাঝে।
জীবনের কঙ্কালসার অবয়বটা
হাতরাতে থাকে অন্ধকার ডাস্টবিনে
ডাস্টবিনে আর ছড়িয়ে দেয় এক মুঠো
ধান ভাতের আশায়।
উই পোকায় কুটি কুটি করে কেটে
দেয়া সমাজের সন্ত্রাসবাদীরা হিস হিসে
গলায় বলে চলেছে, আমাদের
জয়গান কর মিছিল কর চিৎকার
করে বল ভুকা পেট জিন্দাবাদ
নয়তো গুলি খা।
তাই আজও কোটরে ঢুকে যাওয়া
জ্বল জ্বলে চোখ গুলো খুঁজতে
খুঁজতে খুঁজে পায় বিরক্তিকর কবিতার
শব্দ গুলো লুকিয়ে আছে এক একটা
ভাতের মধ্যে। কবিতা তোমায়
দিলাম ছুটি।
জীবনের সুন্দর আর মিষ্টি
মুহুর্তগুলো হাতের মুঠোয় ধরা
বৃষ্টির জলের মতো মাটিতে
পরে যায় , মুঠো হয়ে যায় শুন্য।
গদ্যময় জীবনে কবিতার ছন্দ গুলোও
হারিয়ে যায় কঠিন বাস্তবের হাতুরীর
ঘায়ে। ক্ষুধার্ত চোখ খুঁজে বেড়ায়
কবিতাকে ঝলসানো রুটির মাঝে।
জীবনের কঙ্কালসার অবয়বটা
হাতরাতে থাকে অন্ধকার ডাস্টবিনে
ডাস্টবিনে আর ছড়িয়ে দেয় এক মুঠো
ধান ভাতের আশায়।
উই পোকায় কুটি কুটি করে কেটে
দেয়া সমাজের সন্ত্রাসবাদীরা হিস হিসে
গলায় বলে চলেছে, আমাদের
জয়গান কর মিছিল কর চিৎকার
করে বল ভুকা পেট জিন্দাবাদ
নয়তো গুলি খা।
তাই আজও কোটরে ঢুকে যাওয়া
জ্বল জ্বলে চোখ গুলো খুঁজতে
খুঁজতে খুঁজে পায় বিরক্তিকর কবিতার
শব্দ গুলো লুকিয়ে আছে এক একটা
ভাতের মধ্যে। কবিতা তোমায়
দিলাম ছুটি।